• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
গোপালগঞ্জে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোপালগঞ্জে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুন ২০২২

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা আজ শনিবার থেকে শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে গোপালগঞ্জ পৌরপার্কে ৩দিন ব্যাপী এই বই মেলা শুরু হয়েছে।

বিকেলে আনুষ্ঠানিকভাবে এই বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মাহবুব আলী খান, সদর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুর রহমান।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। এছাড়া, প্রতিদিন সন্ধ্যায় পৌর পার্কের স্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন বই মেলার আয়োজন করেছে। এই বই মেলায় ২০টি স্টল বসেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads