• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
কেরানীগঞ্জে মাদকসহ আটক ৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে মাদকসহ আটক ৩

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুন ২০২২

দক্ষিণ কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. মফিজ মিয়া (৩৮), মো. সুমন (৪০) ও মোঃ রাসেল (৪২)। তাদের কাছ থেকে ৩১২ বোতল ফেনসিডিল, ০৭ কেজি গাঁজা ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব ১০ এর এএসপি এনায়েত কবির সোহেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় আনুমানিক এক লাখ আশি হাজার টাকার ৬ কেজি গাঁজাসহ মো. মফিজ মিয়াকে (৩৮) আটক করা হয়।

অন্যদিকে একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী ও ইমামবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সাত লাখ দুই হাজার টাকার ৩১২ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আর আটক করা হয় মো. সুমন (৪০) ও মোঃ রাসেল (৪২) নামে দুইজনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads