• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ধামরাইয়ে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধামরাইয়ে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে মানববন্ধন

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুন ২০২২

ঢাকার ধামরাইয়ে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার জলসিং কান্দাপাড়ায় স্কুলের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত  হয়। পরে তারা এলাকারর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু ও স্কুলের প্রধান শিক্ষক মিলে নিজেদেের স্বার্থ হাসিলের জন্য কাউকে না জানিয়ে বিশ হাজার টাকা করে দুইজন দাতা সদস্য নিয়ে নিজের ইচ্ছামত নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেই প্রহসনের নির্বাচনের স্থগিত করে এলাকাবাসির ও দাতা সদস্যদের সাথে নিয়ে একটি সুন্দর নির্বাচনের দাবি জানান এলাকাবাসি। 

বক্তরা আরও বলেন, যেখানে দাতা সদস্য হওয়ার জন্য দুই লক্ষ টাকা দেওয়ার লোক থাক সত্বেও তারা নিজেদের লোকজন নিয়ে সিলেকশন নির্বাচন করতে চায়। আমরা এলাকাবাসী   সাথে নিয়ে এই নির্বাচন স্থগিতের জন্য জোর দাবি জানায়।

এতে আরো বক্তব্য রাখেন নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবল মোল্লা, কুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আজাহার আলী, মোঃ কুরবান আলী, ইউপি সদস্য মোঃ মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান।

এ বিষয়ে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ আব্দুল হান্নান বলেন, আজ যারা নির্বাচনের বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা মূলত স্কুলের উন্নয়ন চায় না। তারা চায় বিশৃঙ্খলা করতে। আমাদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাখু সভাপতি হিসাবে থাকলে স্কুলের উন্নয়ন হয়। 

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বানের তারিখ ঘোষণা করা হয়। তবে নির্বাচন স্থগিত চেয়ে এলাকাবাসি একটি অভিযোগ দায়ের করছেন। সেই অভিযোগের ভিত্তিত্বে এলাকাবাসিদের  নিয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads