• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
ঈশ্বরদী পৌরসভায় ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈশ্বরদী পৌরসভায় ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন ২০২২

ঈশ্বরদী পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব এবং আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে ৮৫ কোটি টাকা। বাজেটে মোট ৮৫ কোটি ৫৯ লক্ষ ৪৫ হাজার ৪৯৭ টাকা আয় এবং ৮৪ কোটি ৩৯ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় গত অর্থবছরের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. তাইবুর রহমান। বাজেট ঘোষণা অনুষ্ঠানের সমন্বয় করেন প্যানেল মেয়র মোঃ আবুল হাসেম।

বক্তব্য দেন সরকারি এস এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইনুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার প্রমুখ। এসময় গণমাধ্যম কর্মী, পৌরসভার বিশিষ্ট নাগরিক, নগর উন্নয়ন কমিটি (টিএলসিসি)’র সদস্যবৃন্দ, পৌরসভার কাউন্সিলরগণ ও বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads