• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কলমাকান্দায় বন‌্যার পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

কলমাকান্দায় বন‌্যার পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন ২০২২

নেত্রকোণার কলমাকান্দা উপ‌জেলায় বা‌ড়ির সামনে বন‌্যার পা‌নি‌তে ডু‌বে আলোমনি না‌মে ১৮ মাস বয়‌সী এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ‌্যার আ‌গে উপ‌জেলার রংছাতি  ইউ‌নিয়‌নের ইউনিয়নের বাতানিয়াপাড়া গ্রা‌মে পা‌নি‌তে ডু‌বির দুঘটনাটি ঘ‌টে।

শিশু আলোমনি ওই গ্রা‌মের  শুটকি ব্যবসায়ী আলীমূল ইসলাম ও গৃহিনী মোসাঃ সাদিয়া খাতুন দম্পতির একমাত্র সন্তান।

মৃতের পরিবার সুত্রে জানা যায়, শিশু‌টির বাবা প্রতিদিনের ন্যায় সকালে পাঁচগাও বাজারে শুটকি দোকানে চলে যান। মা সাদিয়া ঘরের কা‌জে ব‌্যস্ত সময় পার কর‌ছি‌লেন। অপরদিকে মৃতের দাদী খালেদা আক্তার বাড়ীর সামনে বন্যার পানিতে কাপড়চোপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। বি‌কেলের দি‌কে আলোমণি ঘ‌রের বারান্দ‌ায় খেলারত অবস্থায় ছিল। এরই কোন ফাঁকে বাড়ীর সকলের অজান্তে বা‌ড়ির সামনে বন‌্যার পা‌নি‌তে পড়ে ডুবে যায়। পরে বারান্দায় শিশু‌টি‌কে দেখ‌তে না পে‌য়ে বা‌ড়ির লোকজন খোঁজাখু‌জি শুরু ক‌রেন। পরে বন্যার পানি থেকে শিশুটিকে উদ্ধার করে তার দাদি। পরে শিশুটিকে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রে। খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতাল থে‌কে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আ‌সে।

কলমাকান্দা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের জরু‌রি বিভা‌গের ডা. শরীফুল ইসলাম হৃদয় জানান, হাসপাতা‌লে আনার আগেই শিশু‌টির মৃত‌্যু হ‌য়ে‌ছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান ব‌লেন, প‌রিবা‌রের পক্ষ থে‌কে কোন ধরণের অ‌ভি‌যোগ না থাকায় লাশ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত‌্যু মামলা দা‌য়ের করা হয়েছে ব‌লেও জানান তি‌নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads