• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সংগৃহীত ছবি

সারা দেশ

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০২২

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত আব্দুর রহমান বরগুনা জেলার তালতলী উপজেলার স্লুইজগেট এলাকার মোকছেদ জমাদ্দারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, মাদারীপুর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ীতে যাচ্ছিলেন আব্দুর রহমান। পথিমধ্যে শুক্রবার ভোর পাঁচটার দিকে মহাসড়কের পশ্চিম বেজহার এলাকায় অজ্ঞাত গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুর রহমান গুরুত্বর আহত হয়। খবরপেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে (আব্দুর রহমান) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads