• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
২৬ মণ ওজনের ‘কালা বাদশা’

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

২৬ মণ ওজনের ‘কালা বাদশা’

  • সুজন বর্মণ, নরসিংদী
  • প্রকাশিত ০৯ জুলাই ২০২২

দৃষ্টিনন্দর রং আর বিশালাকৃতির ‘কালা বাদশা’ এবারের কোরবানিতে নরসিংদীর মনোহরদীতে সব মানুষের নজর কেড়েছে। ‘কালা বাদশা’কে পরম মমতায় বড় করে তুলেছেন শৌখিন খামারি গৃহবধূ শাহানারা বেগম। যেমন নাম তার তেমনি আচরণ, রোদে যেতে পারে না। সারাক্ষণ ফ্যানের নিচে থাকতে হয়। খাওয়া-দাওয়ায়ও রুচির পরিচয় মেলে। স্বাভাবিক খাবারের সঙ্গে দিতে হয় সরবি কলা, ডাবের পানি ও সেমাই! এটিই মনোহরদীর সবচেয়ে বড় কোরবানির পশু। গরুটির দাম হাঁকা হচ্ছে আট লাখ টাকা।

মনোহরদী পৌরসভার আকন্দ বাড়ির সৌদি প্রবাসী বকুল আকন্দের স্ত্রী শখের বসে গরু লালন পালন করেন। এবার তার খামারে তিনটি গরু রয়েছে। এর মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু। তিনি গরুকে শখ করে ভালোবেসে নাম দিয়েছেন ‘কালা বাদশা’। ষাড়টির ওজন ২৬ মণ, উচ্চতা সোয়া ৫ ফুট ৪ ইঞ্জি।

শাহানারা বেগম বলেন, সম্পন্ন দেশীয় পদ্ধতিতে কোনো প্রকার ওষুধ ব্যবহার না করে তাকে বড় করা হয়েছে। ‘কালা বাদশা’ উপজেলার প্রাণিসম্পদ মেলায় সেরা নির্বাচিত হয়েছে। আমরা কালাবাদশাকে বাড়িতেই বিক্রি করতে চেয়েছিলাম। কিন্তু ভালো দাম না পাওয়ায় হাটে নিয়ে এসেছি। এখন পর্যন্ত কারো সঙ্গে আমাদের দামের বনিবনা হয়নি। ‘কালা বাদশা’র দাম পাঁচ লাখ টাকা পর্যন্ত উঠেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads