• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় বিভিন্ন মামলার ৩ পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় বিভিন্ন মামলার ৩ পলাতক আসামি গ্রেপ্তার

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উত্তর ইউনিয়নের রামধন নগর গ্রামের আব্দুল বারেকের ছেলে রাশেদ মিয়া, পৌর এলাকার দুর্গাপুর মন্নাফের ছেলে সাইফুল ও মনিয়ন্দ ইউনিয়নের জয়পুড় মুড়া গ্রামের মৃত: আব্দুল করিমের স্ত্রী রাহেলা বেগম।

রোববার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এরআগে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাশেদ মিয়া ২০২১ সালে খালাজোড়া বিলে সংঘটিত অটোরিকশা চালক হিরন মিয়া নামে একজন খুন হওয়ার অন্যতম প্রধান আসামী। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও ডাকাতি ও মাদকের ৪টি মামলা রয়েছে। সে ওই হত্যা কান্ডের পর থেকে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। সাইফুল মাদক মামলার ২ বছরের পলাতক আসামী। তার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা বিচারাধিন রয়েছে। তাছাড়া নারী ও শিশু নির্যাতনের মামলায় রাহেলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা উত্তর ইউনিয়নের চানপুর, পৌর এলাকার দুর্গাপুর ও মনিয়ন্দ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads