• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
সাঁতার কাটতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

সাঁতার কাটতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ১৭ জুলাই ২০২২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন গয়েশপুর এলাকায় সাঁতার কাটতে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবক পানিতে ডুবে মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে। মৃত মো. সিয়াম (২৫) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন। সে গয়েশপুর গ্রামের মৃত আবদুর রহমান ডিলারের ছেলে।

সিয়ামের পরিবার সূত্রে জানা যায়,রোববার বিকেলে তীব্র গরমে স্বস্তি পেতে বাড়ির পাশে চাচার ফিসারীতে সাঁতার কাটতে নামে সিয়ামসহ অনেকেই। সাঁতরে মাঝ পুকুরে গেলে সিয়ামের শ্বাসকষ্ট দেখা দেয়। এসময় সে ছোট ভাইদের বলে তাকে উদ্ধার করতে। ছোটোদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে সিয়াম পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা ফিসারী থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে। সিয়াম এলার্জি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রোববার এশার নামাজের পর গয়েশপুর সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে ছোট ভাইদের নিয়ে ফিসারীতে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে সে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যায়।পারিবারিক অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার জানাজার অনুমিতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads