• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মির্জাপুরে নির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মির্জাপুরে নির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলা

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থিতদের শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিওই ইউনিয়নেরচানপুর মেম্বারপাড়া গ্রামের মো. বদর উদ্দিনের ছেলে সুমন আহমেদ (৩৪)।

এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২/৩জনকেঅভিযুক্ত করে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সুমনের ছোট ভাই রাজিব হোসাইন।

অভিযোগকারী রাজিব জানায়, গত ইউপিনির্বাচনকে কেন্দ্র করে শত্রুতাবশত বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছিলো এলাকার কিছু বখাটে। সম্প্রতি নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণের পর থেকেই অভিযুক্তরা ক্ষমতার জোড়েআরও বেপরোয়া হয়ে উঠে। বুধবার সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে অভিযুক্তরা সুমন ভাইয়ের পথে গতিরোধ করে এবং এলোপাথাড়িভাবে মারধর করতে থাকে। একপর্যায়ে দেশীয় ধারালো চাপাতি দিয়ে মেরে ফেলার উদ্দেশে কুপ দিলে সেটি মাথায় লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হতে পারে।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বাংলাদেশের খবরকে জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খুবই গুরুত্বসহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads