• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সমতলে চা চাষে সফল জুলফিকার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সমতলে চা চাষে সফল জুলফিকার

  • মো. শাহাদৎ হোসেন শাহ, দিনাজপুর
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২২

দিনাজপুরের পার্বতীপুরে সমতল ভূমিতে চা চাষে সফলতা অর্জন করেছেন জুলফিকার হক জুয়েল (৪০)। তার এই সফলতা দেখে ওই এলাকার অনেক শিক্ষিত বেকার যুবক চা বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন। গতকাল বুধবার দুপুরে পার্বতীপুর উপজেলার নব্য ওই চা বাগান পরিদর্শন করেন দিনাজপুর আঞ্চলিক কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার গুহ।

পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলার পৌর এলাকার শিক্ষিত যুবক হাসান কবীর ও হায়দার আলী নিজেরা এক একর করে দুই একর জমিতে চা বাগান করবেন বলে ওই কৃষি কর্মকর্তা সহযোগিতা চান। কৃষি কর্মকর্তা তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জুলফিকার বলেন, পার্বতীপুরের মার্টি বেশ উর্বর ও নানা বৈশিষ্ট্যমণ্ডিত। এমন কোনো ফল-ফসল নেই, যা এখানে ফলে না। তারই একটি উদাহরণ পার্বতীপুরের দেড় বছর বয়সী এক চা বাগান। পার্বতীপুরের মানুষ কখনো স্বপ্নেও ভাবেনি এই মাটিতে চায়ের চাষ হতে পারে। তবে এ অসম্ভবকে সম্ভব করেছি। তিনি বলেন, আমি পার্বতীপুর উপজেলার নির্ভূত পল্লী বেলাইচন্ডী ইউনিয়নের বাঘাচোড়া মৌজার হরতকিতলা গ্রামের গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দুই একর জমি ২০ বছরের জন্য লীজ নিয়ে তার ওপর গড়ে তুলি ছোট আকারের একটি চা বাগান। দেড় বছর বয়সী চা বাগান থেকে এ পর্যন্ত তিনি তিন বার চা পাতা আহরণ করা হয়েছে। প্রথম বার পেয়েছি ৮শ কেজি চা পাতা। পরের বার ১১শ কেজি এবং গত ৩ জুলাই ১৫ শ কেজি (দেড় টন) চা পাতা আহরণ করেছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads