• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মাছসহ পুকুরের পানি 'হঠাৎ উধাও'!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মাছসহ পুকুরের পানি 'হঠাৎ উধাও'!

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২২

বগুড়ার কাহালু উপজেলায় আকস্মিকভাবে বিপুল মাছসহ একটি পুকুরের পুরো পানি উধাও হয়ে গেছে। পুকুরের মাঝে গোলাকারভাবে মাটি ধসে সৃষ্টি হয়েছে একটি কূপ। এ নিয়ে আশপাশের গ্রামজুড়ে চলছে নানা গুঞ্জন। শত শত কৌতূহলী লোকজন ভিড় করছেন পুকুরের পাশে। বগুড়ার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রাম। এর পশ্চিমপাড়ায় আলোচিত পুকুরটি। এর আশপাশে আরও সাতটি পুকুর রয়েছে। প্রায় এক বিঘার এই পুকুরটির মালিক শফিকুল ইসলাম ভুষির ব্যবসা করেন।

১৩ জুলাই হঠাৎ করে পুকুরের মাঝখান থেকে পানি প্রায় ৪/৫ ফুট উচ্চতায় লাফিয়ে ওঠে। পুুকুরের পাশে বাঁশের মাচায় বসেছিল ৮ম শ্রেণির ছাত্র নাফিউল ইসলাম ও ওমর ফারুক। পুকুরের পানি হঠাৎ করে কয়েক ফুট উচ্চতায় লাফিয়ে ওঠায় তারা ভয় পেয়ে দৌড় দেয়। এর কয়েকদিন পর সোমবার রাতে পুকুরের সব পানি মাছসহ উধাও হয়ে পুকুরের মাঝে একটি কূপ আকারের গর্ত সৃষ্টি হয়। গত মঙ্গলবার ভোরে মসজিদের মোয়াজ্জিন সাইফুল ইসলাম মোল্লা প্রথম ঘটনাটি দেখতে পেয়ে পুকুর মালিককে বিষয়টি জানান। এরপর বিষয়টি নানা গল্পে ছড়াতে থাকে।

এ বিষয়ে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ জানান, হঠাৎ করে পুকুরের পানি শুকিয়ে সৃষ্ট কূপে মাছ চলে যাওয়ার কোনো ঘটনা তিনি কখনো শোনেননি। পুকুরের মাটিতে চাপজনিত কোনো শূন্যতা থেকে কূপের সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads