• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২২

'নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে রংপুরের পীরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, মৎস্যচাষী নাহিদ হাসান প্রমুখখ। এর আগে মৎস্যজীবি সমিতি, মৎস্যজীবি ও মৎস্যচাষীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান-প্রধান সড়কসমূহ প্রদক্ষিন করে। শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads