• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীর সহযোগী গৌরনদীতে গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীর সহযোগী গৌরনদীতে গ্রেপ্তার

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই ২০২২

টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার অন্যতম সহযোগী আলামিন ঘরামী (৩২) ও আলামিনের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার আলামিন গৌরনদীর কটকস্থল গ্রামের মৃত জয়নাল আবেদীন ঘরামীর ছেলে এবং তার সহযোগী ইমরান একই গ্রামের ইসমাইল ঘরামীর ছেলে। এর মধ্যে গ্রেপ্তার আলামিন কক্সবাজার টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার অন্যতম সহযোগী। গ্রেপ্তারের পর আলামিনের ব্যবহৃত মোবাইল ফোনে রোহিঙ্গা জিয়ার সাথে কপোথকথনের একাধিক প্রমান পেয়েছে পুলিশ। এরআগেও টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আলামিন গ্রেপ্তার হয়েছিল।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, মাদক বিক্রয়ের খবর পেয়ে থানা পুলিশ বুধবার সন্ধ্যায় কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আলামিন ঘরামী ও ইমরান ঘরামীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads