• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
কাঁটার বেড়ায় অবরুদ্ধ ৭ পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাঁটার বেড়ায় অবরুদ্ধ ৭ পরিবার

  • চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০২২

ভোলার চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নে চর ফকিরা গ্রামে জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে বসত বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে ৭ পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী রফিক ও তার ভাইদের বিরুদ্ধে। ১৫ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় বাড়িতে অবরুদ্ধ হয়ে পরেছেন ৭ পরিবাররের শিশুসহ ৪৮ সদস্য।

চলাচলের রাস্তা বন্ধ থাকায় চরম সংকট ও বিরম্বণায় পরেছে শিশু শিক্ষার্থীসহ পরিবারের সদস্যরা। অবরুদ্ধ পরিবারের সদস্যরা ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমান্যদের জানালেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ার সমোঝতা চেষ্টায় ব্যার্থ হন মাতাব্বরা।

ভূক্তভোগী পরিবারের সদস্য নুরে আলম অভিযোগ করেন, গত ১৫ বছর চর ফকিরা গ্রামে ৫নং ওয়ার্ডে একই বাড়িতে সাত পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী রফিক ও তার ভাইয়েরা তাদের চলাচলের রাস্তার জমির মালিকানা দাবি করে।

এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার ও ইউপি সদস্য ইউসুব সিকদারকে জানালে তার শালিশ সমোঝতার জন্য ডাকেন। কিন্তু প্রতিপক্ষ রফিক প্রভাবশালী হওয়ায় তাদের ডাকে সাড়া না দিয়ে তার বাড়ির চলাচলের রাস্তায় কাঁটার বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। গত ১৫ দিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন শিশুসহ ৭টি পরিবারের ৪৮ সদস্য। পরিবার পরিজন নিয়ে সীমহীন সংকটে রয়েছেন তারা। পরিবারগুলো আইনি সহায়তা নিতে পারছেন না বলে জানা গেছে।

অভিযুক্ত রফিক জানান,তার নিজের মালিকানাধীন জায়গায় তিনি কাঁটার বেড়া দিয়েছেন। বিগত দিন আমার জমির রাস্তা দিয়ে ওই পরিবার চলাচল করেছে। এখন তারা কিভাবে চলাচল করবে সেটা তাদের ব্যাপার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার জানান,দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিপত্তি শুরু হলে রাফিকদেরকে সমোঝতার জন্য ডাকা হয়। কিন্তু তার আসেননি,
এবং তাদেরকে চলাচলের পথের কাঁটা সরিয়ে দিতে বলা হয়েছে।

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, অবরুদ্ধ পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ব্যাক্তিগত জমি দিয়ে চলাচলের রাস্তা হলেও ওই রাস্তা বন্ধ করার কারো সুযোগ নাই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads