• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ক্ষতিকর রঙের পাঁচ হাজার আইসক্রিম ধ্বংস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ক্ষতিকর রঙের পাঁচ হাজার আইসক্রিম ধ্বংস

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০২২

কুমিল্লায় ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। তারপর সেই আইসক্রিমে নামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বিক্রি করা হচ্ছিল। এরকম একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৫ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়।

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

তিনি বলেন, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকার ঢাকা আইসক্রিম ফ্যাক্টরিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। সেই আইসক্রিমে নামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বিক্রি করা হয়। এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads