• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শরীয়তপুরে পালিত হচ্ছে জাতীয় শোকদিবস

প্রতীকী ছবি

সারা দেশ

শরীয়তপুরে জাতীয় শোকদিবস পালিত

  • শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবস পালিত হচ্ছে শরীয়তপুরে । দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ৯টায় জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন ও মুক্তিযোদ্ধাদের কালোব্যাচ ধারন। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটি ঘিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শোকদিবসে সকাল ৯টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনারে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন শরীয়তপুর-১ আসনের সংসদসদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু,জেলা প্রশাসন পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি ও সেরকারি অফিস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads