• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
গৌরনদীতে দুই দিনে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৯টি ল্যাপটপ, ৪টি প্রজেক্টরসহ নগদ টাকা লুট

গৌরনদীতে দুই দিনে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০২২

বরিশালের গৌরনদীতে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি আলিম মাদ্রাসায় চুরি হয়েছে। চোরেরা এসব প্রতিষ্ঠানের তালা ও আলমিরা ভেঙ্গে ৯টি ল্যাপটপ, ৪টি প্রজেক্টর এবং নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। এ ছাড়া কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চোরেরা হানা দিলেও চুরি করতে ব্যর্থ হয়েছে। এসব ঘটনায় গৌরনদী মডেল থানায় পৃথক ভাবে সাধারণ ডায়েরী করা হয়েছে। সোমবার ও গত শনিবার রাতে এসব চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল।

গাউছিয়া আবেদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব জানান, সোমবার রাতে অজ্ঞাতনামা চোরেরা লাইব্রেরির তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ৪টি স্টিলের আলমিরা ও শিক্ষকদের ২০টি লকার ভেঙ্গে ৬টি ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায়। একইদিন একই ভাবে বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর চুরি করে নিয়ে যায়। এ ছাড়া কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চোরেরা হানা দিয়ে লাইব্রেরীর তালা ভাঙ্গার সময় নৈশ প্রহরী টের পেলে চোরেরা পালিয়ে যায়। গত শনিবার রাতে রামসিদ্ধি বাজার, উত্তর চাঁদশী, সাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরির তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ল্যাপটপ ও একটি করে প্রজেক্টর চুরি করে নিয়ে যায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads