• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
আশা ছাড়েননি আমনচাষিরা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

আশা ছাড়েননি আমনচাষিরা

  • দেলোয়ার কবীর, ঝিনাইদহ
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০২২

নেই বৃষ্টি, অস্বাভাবিকভাবে বেড়ে গছে সেচের খরচ, বেড়েছে রাসায়নিক সারের দাম। তারপরও একবারেই আশা ছেড়ে দেয়নি ঝিনাইদহের আমনচাষিরা। তারা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ জমিতেই লাগিয়েছেন আমনধানের চারা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চলতি আমনমৌসুমে।

ঝিনাইদহের ভাটইবাজারে কথা হলো চাঁদপুরের কৃষক শহিদুল ইসলামের সঙ্গে। তিনি জানালেন, ১৩ শতক জমিতে আমনের বীজ বুনেছিলেন চারা তৈরির জন্য। প্রচন্ড খরা আর তাপদাহের কারণে প্রায় ৭৫ ভাগই নষ্ট হয়ে গেছে। যেসব চারা বেচে গেছে, তাতে উৎপাদন খরচ তিনগুণ বেড়ে গেছে। কিন্তু বাজারে এসে দাম চাইলে চাষিরা কথা শুনিয়ে দেয়, বাস্তবতা বুঝতে চায় না। ফুলহরি গ্রামের আবু তালেব ও মনিন্দ্র নাথ এসেছেন আমনের চারা কিনতে। তারা জানালেন, একবিঘা জমিতে গতবার ১২শ থেকে ১৩শ টাকার চারা লাগিয়েছিলেন। এবার তা বেড়ে দুই থেকে আড়াই হাজার টাকায় উঠেছে। একে তো চারার দাম বেশি, তার ওপর আবার সেচওয়ালারা মোট উৎপাদনের পাঁচ ভাগের একভাগ অর্থাৎ ২০ শতাংশ সেচবাবদ নিলেও এবার জ্বালানির মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে চারভারেগর একভাগ অর্থঅৎ ২৫ শতাংশ দাবি করছে। সব মিলিয়ে ফলনের অর্ধেকই খরচ হয়ে যাবে বলে জানালেন ওই দুই কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলায় এক লাখ চার হাজার ৭শ ৫০ হেক্টরে রোপা আমনের লক্ষ্যমাত্র ধার্য করা হলেও বেশ কিছুদিনের খরাজনিত আবহাওয়ার কারণে বৃষ্টির অভাবে চাষিরা সময়মত বীজতলা তৈরি করতে পারেনি। ফলে আমনের চারা রোপন বিঘ্নিত ও বিলম্বিত হয়। যেহেতু আমনধান কৃষকের অন্যতম দানা ফসল, তাই তারা যেকোনো মূল্যে আমনের জমির সদ্ব্যবহার করতে বাধ্য হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ খামারবাড়ির উপপরিচালক আসগর আলি জানান, অতি প্রয়োজনীয় ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির পরপরই ডিজেলের মূল্যবৃদ্ধি কৃষককে দুশ্চিন্তা ও দুর্ভাবনায় ফেলে দিয়েছে। একতো কৃষকরা আনেকসময় ধান বা অন্য ফসলের যথার্থ মূল্য পায়না, তার ওপর খরা পরিস্থিতির কারণে সেচখরচ বেড়ে যাওয়ায় তারা শংকিত। তরপরও কৃষকরা যেহেতুে তাদের পুরো জমিই রোপা আমন চাষের আওতায় এনেছেন, আমন উৎপাদনে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads