• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চট্টগ্রামে প্রবাসীর জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ৫

সংগৃহীত ছবি

সারা দেশ

চট্টগ্রামে প্রবাসীর জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ৫

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রামের চাঁদগাঁও থানার খতিববাড়ী মাহবুব কলোনিতে এক প্রবাসীর জমি দখলের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ওই দখলীয় জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ভুক্তভোগী পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাতে জমিরের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ কলোনির গেইট ও সিসি ক্যামেরা ভাংচুর, কেয়ারটেকারসহ ভাড়াটিয়াকে মারধর করে কলোনিতে অবস্থান নেয় । পরে তারা কলোনির কেয়ারটেকার নাসিমাকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। সেখানে থাকে মারধর এবং শারীরিকভাবে হেনস্থা করার পর কুয়াইশ ও অক্সিজেন রাস্তার মাথায় একটি নির্জন জায়গায় ফেলে দেয়। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে।

এ ঘটনায় জমিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুর রহমান চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads