• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সন্মেলন

সংগৃহীত ছবি

সারা দেশ

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সন্মেলন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ সেপ্টেম্বর ২০২২

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কামরুন নাহার নামের এক প্রবাসীর স্ত্রী। শুক্রবার সকালে চট্রগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি চাঁদগাঁও থানার খতিববাড়ী মাহবুব কলোনিতে সন্ত্রাসী দ্বারা তাদের জায়গা দখল এবং মহিলা কেয়ারটেকারকে মারধরের ঘটনায় প্রধান আসামি প্রভাবশালী জমির, আবুল কাশেমসহ সব আসামির গ্রেপ্তার দাবি করেন।

সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী বলেন, ২০১৬ সালের ৩১ জানুয়ারী চাঁদগাঁও সাব রেজিস্ট্র অফিসে প্রথমে বায়না পরবর্তীতে রেজিস্ট্রীমুলে আমার স্বামী আবু হানিফ দেবর মোহাম্মদ বাবর জমির প্রকৃত মালিক মোহাম্মদ শোয়াইব এর কাছ থেকে জমির মালিকানা স্বত্ব বুঝে নেয়। গত ৬ বছর যাবত আমরা আমাদেন কেনা সম্পত্তিতে ভোগ দখল করে আসছি। গত ২ সেপ্টেম্বর এলাকার প্রভাবশালী মোহাম্মদ জমিরউদ্দীন ও আবুল কাসেম গংদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী দল আমাদের চাঁদগাঁও থানার ১৪ নং গ্যারাজ সংলগ্ন খতিববাড়ী মুখ মাহবুব কলোনী নামীয় স্থাপনায় হামলা করে ভাড়াটিয়াদের মারধর ও ভাংচুর চালায়।

তিনি বলেন, সন্ত্রাসীরা আমার বাড়ির বিদ্যুৎ লাইন, মিটার, সিসি ক্যামেরা, সেমি-পাকা ঘরের ব্যাপক ক্ষতি সাধন করে। এক পর্যায়ে আমাদের কেয়ারটেকার নাসিমাকে তারা একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় কেয়ারটেকারকে জমির ও কাসেমগংদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা মারধর করে। নাসিমাকে মেরে ফেলার পরিকল্পনা বুঝতে পেরে অপহরনকারীদের হাতে পায়ে ধরে প্রাণভিক্ষা চাইলে তাকে কুয়াইশ অক্সিজেন রোডে নির্জন স্থানে ফেলে যায়। আহত অবস্থায় তাকে টহল পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় চাঁদগাঁও থানায় সাধারণ ডায়েরি ও জমির উদ্দিন আবুল কাশেমগংদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে পুলিশ মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করে। তবে প্রধান আসামি জমির ও কাসেম পলাতক থাকায় আমরা ভীতিকর সময় অতিবাহিত করছি। আমি দ্রুত পলাতক আসামীদের গ্রেপ্তার দাবি করছি।
তিনি আরও বলেন, জমির উদ্দিন ও কাশেমগংদের প্রধান ব্যবসা অসহায় প্রবাসীদের জমি দখল করা। জমিরের বিরুদ্ধে এলাকার শত শত অভিযোগ রয়েছে। জমির ও কাশেমগংদের হাত থেকে আমাদের মতো অসহায়দের রক্ষা করাসহ এ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads