• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
নড়াইলে এস এম সুলতান উৎসব উপলক্ষে  নৌকা বাইচ

প্রতিনিধি পাঠানো ছবি

সারা দেশ

নড়াইলে এস এম সুলতান উৎসব উপলক্ষে নৌকা বাইচ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২২

নড়াইলের চিত্রা নদীতে শনিবার (২২ অক্টোবর) নারী ও পুরুষেদের পৃথকভাবে এস এম সুলতান উৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে শেখ রাসেল সেতু হতে সুলতান সেতু পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার এ বাইচ অনুষ্ঠিত হয়। নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা, খুলনাও ফরিদপুর জেলার ২০টি নৌকা বাইচে অংশ গ্রহন করে । সন্ধ্যায় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের উদ্বোধন করবেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, সুবাস চন্দ্র বোস, নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমূখ। গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সর্বজনীন করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।

নৌকা বাইচের পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চে বৃহস্পতিবার ২০ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত ৩দিনব্যাপি সুলতান উৎসব শুরু হয় । এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকালে আর্ট ক্যাম্প ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উৎসব উপলক্ষে সুলতান মঞ্চের মাঠে বিভিন্ন পন্যেও পসরার প্রায় শতাধিক ষ্টল বসেছে। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার নারী পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সুলতান উৎসব প্রঙ্গন। প্রতিদিন স্থানীয় বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের শিল্পীরা মনোমু কর সংগীত পরিবেশন করে মাতিয়েছে দর্শক মহল।

প্রতিযোগিতায় ৩শ৫০জন শিশু অংশগ্রহন করে। উৎসবে প্রতিদিনই বিকেলে ও সন্ধ্যায় রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে উৎসব প্রাঙ্গনে শিশুদের বিনোদনের জন্য খেলনা ট্রেন, দোলনাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে প্রায় দুই শতাধিক স্টল বসেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads