• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
সন্তানদের নিয়ে একাধিক সংগঠন তৈরি

প্রতিনিধি পাঠানো ছবি

সারা দেশ

সন্তানদের নিয়ে একাধিক সংগঠন তৈরি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০২২

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলে অমুক্তিযোদ্ধার সন্তানকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তালিকায় নাম অন্তভূক্ত করা ও সংগঠনের নামে মুক্তিযুদ্ধ বিরোধী সাংগঠনিক কার্যকলাপ পরিচালনার প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের পুরাতন বাস¯ট্যান্ডের ফুড পার্ক ও চাইনিজ রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলার মুক্তিযোদ্ধ্#া৩৯;র সন্তানেরা প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক সদ্য পদত্যাগকারী বকুল হোসেন সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, দেশে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে একাধিক ভুঁইফোড় সংগঠন তৈরি হয়েছে। এ সমস্ত নামধারী সংগঠনে কিছু অসাধু ব্যক্তিরা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য অমুক্তিযোদ্ধা সন্তানদের নাম অন্তর্ভুক্ত করে মুক্তিযুদ্ধের সুনাম ও ইতিহাস বিকৃত করছেন বলে তিনি অভিযোগ করেন।


তিনি আরো বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মতো ভুঁইফোঁড় সংগঠনগুলোর কার্যক্রম বাতিল করে মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে একটি সংগঠনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তিনি। এ সমস্ত ভুঁইফোড় সংগঠনের নেতারা মুক্তিযোদ্ধা সন্তানদের কাছ থেকে সংগঠন পরিচালনার কথা বলে প্রতি মাসে মোটা অংকের টাকা চাঁদা নিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন এবং যখন তখন যে কোন ব্যক্তিকে অপমান অপদস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মান হানি করছেন। এ ধরনের সংগঠনের সদস্য না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন


উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফেরদৌস এ্যাঞ্জেল, মীর নাজমুস সাদাত নিপুন, মোঃ জুয়েল রানা, ফারুক ইয়াসির পল্লব, নাজিম উদ্দীন, মোঃ গঞ্জের আলী, মোঃ আব্দুল মালেক খোকন, আজহারুল ইসলাম, মঞ্জিলা খাতুন, মোঃ রুহুল আমিন ও এস. এম জাহাঙ্গীর আলমসহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা সন্তানগণ।এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads