• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
রাঙ্গামাটি রাজবন বিহারের ৪৯তম কঠিন চীবর দান সম্পন্ন

সংগৃহীত ছবি

সারা দেশ

রাঙ্গামাটি রাজবন বিহারের ৪৯তম কঠিন চীবর দান সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২২

রাঙ্গামাটি রাজবন বিহারে শেষ হয়ে গেল বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ৪৯তম দানোত্তম কঠিন চীবর দান। এতে বিশের সকল প্রাণীর মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে দু’দিন ব্যাপী শেষ দিনে রাজবন বিহার মাঠ প্রাঙ্গনে এক জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে। শত শত পূর্ণ্যার্থীরা সকাল থেকে কল্পতরুসহ নানা প্রকার দানীয় সামগ্রী নিয়ে দলে দলে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়।

গতকাল মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল ২টায় ভিক্ষু সংঘ মঞ্চে আগমনের মধ্য দিয়ে। এর পর চব্বিশ ঘন্টার মধ্যে জুম তুলা থেকে সুতা তৈরী করে বানানো সেই কঠিন চীবর সারিবদ্ধভাবে মঞ্চে আনা হয়। রাঙ্গামাটি রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক রাজা দেবাশীষ রায় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে এই কঠিন চীবরটি দান করেন।

এছাড়া প্রথমে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্ঠপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার বাতি দান ও নানাবিধ দান কার্য সম্পাদন করা হয় ।
ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বের সকল প্রাণীর হীতসুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে ধর্ম দেশনা প্রদান করেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, ইলিপন চাকমা ও রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমূখ।

এছাড়া ভারতের মহারাষ্ট্র থেকে একদল পূণ্যর্থী এ অনুষ্ঠানে যোগদান করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads