• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সুনামগঞ্জ সীমান্তে ১০মাসে তিন যুবকের মৃত্যু, বেড়েছে মাদকসহ কয়লা চুনাপাথর চোরাচালানীদের দৌরাত্ম্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২৩

জাহাঙ্গীর আলম ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রতিদিনেই ভারত থেকে চোরাই পথে মাদকসহ কয়লা চুনাপাথর পাচার করছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চিহ্নিত চোরাচালানীরা। এই চোরাচালান করতে গিয়ে গত ১০মাসে সীমান্ত এলাকার ৩ যুবকের মৃত্যু হয়েছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)উপজেলা সীমান্তের ৬টি বিজিবি ক্যাম্প এলাকায় কঠোর নজরধারী বাড়িয়ে অভিযান চালিয়ে মাদকসহ অবৈধ ভাবে আসা মালামাল আটক করছে। কিন্তু এর সাথে জড়িতদের আটক করতে না পারায় সীমান্তে মাদক ও কয়লা চোরাচালানীদের দৌরাত্ন বেড়েছে।
সম্প্রতি চোরাচালানীদের বিরোদ্ধে সংবাদ প্রকাশ করায় তাহিরপুর উপজেলায় কর্মরত তিন সাংবাদিকের বিরোদ্ধে চাঁদাবাজির মামলা করিয়েছে চোরাচালানীরা। সম্প্রতি সুনামগঞ্জ বিজিবি কয়েক বছরে ১২কোটি টাকার মাদ্রক ধংশ করেছে।
খোঁজ নিয়ে জানাযায়,গত ১৭ই এপ্রিল(২০২২) উপজেলার বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা এলাকা দিয়ে ভারতীয় চোরাই কয়লার কোয়ারী থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পড়ে অনিক মিয়া(২০)নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়। একেই ভাবে ০৪ অক্টোবর সকাল ৯টার দিকে ট্যাকেরঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের শিবপুর বস্তি এলাকার কালা পাহাড়ের চোরাই কয়লার গুহার ভিতরে ডুকে(কয়লা কোয়ারী)কয়লার বস্তা নিয়ে আসার সময় বড় পাথর চাপায় রুবেল মিয়া(২৮)নামে যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন রজনী লাইন গ্রামের কেনু মিয়ার ছেলে।
১৩শে জানুয়ারী ২০২৩ শুক্রবার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে অবৈধভাবে কয়লা আনতে যাবার পথে বিএসএফ গুলি করে পরে চিকিৎসাধিন অবস্থা মারা যায়।
এছাড়াও গত বছরের ৭ই নভেম্বর চাঁনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে কয়লা আনতে গিয়ে তিন বাংলাদেশে আটকের পর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যম হস্তান্তর করে।
অনুসন্ধানে ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে,উপজেলার সীমান্তের লাউড়েরগড়,বারেকটিলা,রাজাই,চানঁপুর,ট্যাকেরঘাট,লাকমা,বুরুঙ্গাছড়া,রন্দো ছড়া, লালঘাট, চারাগাঁও, কলাগাওঁ,বাগলী এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবা,নানান ব্যন্ডের মদ, বিয়ার,গাজা,ফেন্সিডিলসহ অবৈধ মালামাল আনছে সীমান্ত এলাকার চিহ্নিত চোরাচালানীরা। স্থানীয় প্রভাবশালী মহল,দু-একজন সাংবাদিক নামীধারী লোক ও গুটি কয়েক রাজনৈতিক দলের নেতারাও ঐসব চোরাচালানীদের সাথে গোপন সখ্যতা থাকায় চোরাচালানীদের তৎপরাতা আরো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সহজে হাতের কাছে মদ,গাজাসহ বিভিন্ন মাদক পাওয়ায় উঠতি বয়সি যুবকরা মাদকের নেশায় আসক্ত পড়ছে। চোরাচালানীরা কয়লা ও চুনাপাথর নৌকা বোঝাই করে পাটলাই নদী দিয়ে বর্ষায় টাংগুয়ার হাওর দিয়ে আর শুষ্ক মৌসুমে পাটলাই নদী দিয়ে সোলাইমানপুর বাজারের সামনে দিয়ে পাচার করছে মধ্যনগড়,
কমলাকান্দা,নেত্রকোনোসহ বিভিন্ন জায়গায়।
মাদক ব্যবসায়ী ও চোরাচালানীরা ধরাচোয়ার বাহিরে থাকায় সীমান্ত এলাকায় মাদ্রকের ছড়াছড়ি আর কয়লা চুনাপাথর চোরাচালান বাড়ার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে। আর উঠতি বয়সী যুবকরা মাদকের নেশায় আসক্ত হয়ে লেখা পড়া ছেড়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছে মন্তব্য সীমান্ত এলাকার স্থানীয় সচেতন মহলের।
নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সাথে কথা বললে তারা জানায়,সীমান্ত এলাকায় গড়ে উঠা শক্তিশালী যে সিন্ডিকেট তৈরী হয়েছে তাদের বিরোদ্ধে কথা বললেই আমাদের এলাকা ছাড়া করবে,মামলা দিবে,তিন সাংবাদিকে বিরোদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। চোরাকারবারিরা রাতের বেলায় সীমান্তের বিভিন্ন চোরাই পথে এনে মাদক,কয়লা চুনাপাথর পাচার করছে। তাদের নামে রয়েছে একাধিক চোরাচালান ও মাদ্রকের মামলা। তাই যুব সমাজকে রক্ষায় বিজিবিকে আরও কঠোর হবার পাশাপাশি আইনশৃংখলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারীর আহবান জানান অভিবাবক মহল।
সীমান্তে তিন যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যটালিয়ান পরিচালক মাহবুবুর রহমান জানান,সীমান্তে কঠোর নজরধারী রয়েছে। বিজিবির সদস্য কম থাকায় সুনামগঞ্জের ৯০কিলোমিটার সীমান্ত এলাকা হলেও মাদকের চোরাচালান বন্ধে আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসকারী সবাইকে নিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য চেষ্টা করছি।
সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ জানান,মাদকের বিরোদ্ধে আমরা জিরো টলারেন্স। মাদক প্রতিরোধে পুলিশ সার্বক্ষনিক সর্তক অবস্থানে রয়েছে। সীমান্ত পাশ কাটিয়ে যেসব মাদক আসে সেগুলো পুলিশ অভিযান চালিয়ে আটক করে। আমাদের পক্ষ থেকে কোন ছাড় দেয়া হবে না। পুলিশের সংখ্যা কম থাকায় চোরাচালানীদের ধরা যাচ্ছে না। তারপরও কঠোর নজরধারীতে রয়েছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads