• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

কালীগঞ্জে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ আগস্ট ২০২৩

রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন পক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
'সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা' প্রতিপাদ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাফসা নাদিয়া।
জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান মাসুদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফায়েজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আতিকুর রহমান আকন্দ ফারুক, নারী নেত্রী মাহফুজা পারভীন, পেয়ারা বেগম শান্তা প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীবৃন্দ, স্থানীয় নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরের স্থানীয় অসহায়-দুস্থ ৯ জন নারীর হাতে ৯টি সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এর আগে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল প্রার্থনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads