শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ও মর্যাদা ধ্বংস করার যাবতীয় আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
রোববার (২৭ আগস্ট) অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান তারা।
এতে বলা হয়, সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমে তার কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগে শ্রম আদালতে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, উত্থাপিত অভিযোগগুলো দেওয়ানি চরিত্রের হলেও সরকারের পক্ষ থেকে ফৌজদারি মামলা করা হয়। এই মামলা অস্বাভাবিক দ্রুতগতিতে নিষ্পত্তি করার ক্ষেত্রে সরকারের ভূমিকা বর্তমানে লক্ষণীয় হয়ে উঠছে।
বিবৃতিতে আরও বলা হয়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে সমগ্র বিশ্বে ড. ইউনূস সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর মাইক্রোক্রেডিট ও সোশ্যাল বিজনেস তত্ত্ব দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে। তাঁর অভূতপূর্ব বৌদ্ধিক ক্ষমতা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ও কংগ্রেসনাল গোল্ড মডেলসহ আন্তর্জাতিক বিভিন্ন পদক ও পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ ড. ইউনূস এর সাথে বাংলাদেশের সন্মান ও গৌরব ক্ষুণ্ণ হয়- এমন অপচেষ্টা থেকে সরকারকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।