• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪২৮

সারা দেশ

ফকিরহাটে বিভিন্ন পেশার মানুষের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০২৩

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, ও সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শেখ মশারেফ হোসেন, মাদ্রাাসা সুুপার মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, প্রধান শিক্ষক শেখ আ. সাত্তার, বিথি রানী সরকার, সাংবাদিক আহসান টিটুসহ অন্যান্যরা।  

এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, ও সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads