• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪২৮

সারা দেশ

চোর সন্দেহে গণপিটুনীতে এক যুবকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০২৩

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে ট্রলার চোর সন্দেহে গণপিটুনীতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে কালকিনি উপজেলার কালচরি সস্তাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন চন্দ্র হালদার (৩৫) পিরোজপুরের কাউখালির হরিণদ্বারা এলাকায় কুট্টি চন্দ্র হালদারের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদারীপুরের কালকিনির আলীনগর ইউনিয়নের কোলচরি সস্তাল এলাকার মৃত আনোয়ার খা’র ছেলে ট্রলার মালিক নাহিদুল খাঁ’কে (৪২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে মাদারীপুরের কালকিনির রাজারচরের আড়িয়াল খাঁ নদে নাহিদুল খাঁ’র বেঁধে রাখা ট্রলারের শিকল খুলে ৪-৫ জন। পরে ট্রলার নিয়ে রওয়ানা দেন অজ্ঞাতরা। বিষয়টি টের পেয়ে আরেকটি ট্রলার নিয়ে ধাওয়া দেয় স্থানীয়রা। কিছুদুর গিয়ে আটক করা হয় মিলন চন্দ্র হালদার নামে এক যুবককে। এ সময় তাঁকে ধরে কোলচোরি সস্তাল এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনী দেয় এলাকাবাসী। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে সটকে পড়েন তারা। পরে সকাল ৯টার দিকে খবর দেয়া হয় কালকিনি থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিলনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশচিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, নিহত মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads