• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ভাঙ্গায় শখের বসে লেবু চাষ করে ব্যাপক সফলতা পেলেন মোতালেব মুন্সী

  • ''
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০২৪

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের মোতালেব মুন্সী।  তিনি সম্পূর্ন শখের বসে লেবু চাষ করে পেয়েছেন ব্যাপক সফলতা।  গত প্রায় ৩ বছর আগে থেকে লেবু চাষ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেছেন।  তার বাগানে প্রায় বার মাসই লেবুতে ভরপুর থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায় বাগানে শোভা পাচ্ছে কয়েক প্রজাতির থোকা থোকা লেবু।  এক সময় প্রতিবেশীর বাগান থেকে একটি লেবুর চারা এনে বাড়ির উঠানে লাগান।  বছর যেতে না যেতেই গাছে ফুল এসে ভরে যায়।  মাস খানেকের মধ্যেই গাছে লেবু ধরা শুরু হয়।  বাড়িতে নিজেদের খাবারের পাশাপাশি তিনি বাজারে কিছু লেবু বিক্রি করে কিছু টাকা পান।  এরপর লেবু চাষে আগ্রহ তৈরি হয়।  বসতভিটার কাছেই প্রায় ১৬ শতাংশ জমিতে সিডলেস বা বীচিবিহীন জাতের, শরবতি ও কাগজি লেবুর চারা রোপণ করেন।

এক বছর পর গাছগুলোতে লেবু আসা শুরু হয়।  এখন লেবুতে ভরে গেছে গাছের ডালপালা।  লেবু চাষের মাধ্যমে ভাগ্যের চাকা খুলে যায় তার।  লেবু বিক্রির আয় থেকে সংসারের বিভিন্ন কাজে খরচের পাশাপাশি তিনি কিছু টাকা জমাতে শুরু করেছেন।  তিনি বলেন,আগে এই এলাকায় লেবুর বাগান তেমন ছিল না।  শখের বসে এক বাগান থেকে একটি লেবুর চারা এনে রোপণ করেছিলাম।  গাছে লেবুর পরিমাণ ভালো হওয়ায় পরে বাড়ির সামনের লেবুর চারা রোপণ করে বাগান তৈরি করি।

এখন লেবুর বাগান থেকে ভাল লাভ আসছে।  আগামীতে আরও ব্যাপক হারে লেবুর বাগান করবেন বলে জানান তিনি।  এছাড়াও তার বাগানে শোভা পাচ্ছে সুমিষ্ট মালটা,কাঠাল সহ বেশ কয়েক প্রজাতির ফল।  তার দেখাদেখি অনেকেই লেবু চাষে আগ্রহ দেখাচ্ছেন।  বেকার তরুনদের প্রতি তার পরামর্শ তারা যেন লেবুর বাগান করে স্বাবলম্বী হয়।  তিনি এ প্রতিনিধির কাছে বলেন, কেউ পরামর্শ চাইলে তিনি আগ্রহ ভরে পরামর্শ দিবেন।  তিনি এলাকার অনেককেই লেবু খেতে দেন। এতেই তার আনন্দ।  তিনি বলেন,তার এক ছেলে ফ্রান্স প্রবাসী এবং আরেক ছেলে মনির হোসেন ঢাকায় ব্যবসা করে।  এজন্য ব্যাক্তিগত জীবনে সুখী তিনি।  স্থানীয় নজরুল ইসলাম বলেন, তিনি শখের বসে লেবুর চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন।

তিনি এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।  একই গ্রামের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন মোতালেব মুন্সী লেবু চাষে দৃষ্টান্ত রেখেছেন।  তিনি তার বাগানের উৎপাদিত লেবু অনেকেই নিয়ে খাচ্ছেন।  গুনে ও স্বাদে অসাধারণ। তার দেখাদেখি অনেকেই লেবু চাষে ঝুঁকে পড়ছেন।  তিনি বলেন এভাবে কৃষিতে সফলতা পেলে দেশ কৃষিতে স্বনির্ভর হয়ে উঠতে হবে।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস জানান, এ উপজেলায় অনেকেই অনাবাদি জমিতে বিভিন্ন জাতের লেবু চাষ করেছেন। কেউ যদি বানিজ্যিকভাবে লেবু চাষ করে তাদের জন্য পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেয়া হয়ে থাকে। আশা করি আগামীতে লেবু চাষের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দেশে কৃষিতে বিপ্লব সৃষ্টি হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads