• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪২৮

সারা দেশ

গোসাইরহাটে ১০ লাখ টাকার অবৈধ কারেন্টজাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

  • ''
  • প্রকাশিত ১৬ মে ২০২৪

শরীয়তপুর প্রতিনিধি:

গোসাইরহাটে প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। মঙ্গলবার উপজেলার দাসের জঙ্গল বাজার থেকে জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো গোসাইরহাটের পট্টি ব্রিজ এলাকায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি হুমকিতে পড়েছে। কিছু অসাধু ব্যবসায়ী গোসাইরহাট দাসের জঙ্গল বাজারে বেশ কিছুদিন ধরে এসকল জাল বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ঐ বাজারটিতে অভিযান চালিয়ে এ কারেন্ট জাল গুলো উদ্ধার করে মৎস্য বিভাগ।এরপরে ১০ লাখ টাকা মূল্যমানের অবৈধ কারেন্টজাল পুড়িয়ে দেয় মৎস্য বিভাগ অভিযান চলাকালে দাসেরজঙ্গল বাজারের একটি গোডাউন থেকে ৩লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮০টি চায়না দুয়ারি কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওই গোডাউন মালিকের পরিচয় জানা যায়নি। দেশীয় মাছের পোনা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads