• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

সাকিবের কাছে ‘চাপমুক্ত থাকা’ই জয়ের মন্ত্র

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০১৮

দেশের মাটিতে ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, ২০১২ এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালের মতো আজ বাংলাদেশ দাঁড়িয়ে আরও একটি ফাইনালের মঞ্চে। তবে এবার আর কোনো হতাশার অধ্যায় দেখতে চায় না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কোটি চোখে আজ একই স্বপ্ন গাঁথা- আজ জিতবেই বাংলাদেশ

এমন স্বপ্নের বিপরীতে কতোটা চাপমুক্ত হয়ে খেলতে পারবে বাংলাদেশ? এই প্রশ্নের সহজ জবাব হতে পারে, ‘বাংলাদেশ আজ সম্পূর্ণ চাপ মুক্ত হয়ে খেলবে।’ এর কারণ সেমি-ফাইনালের জয় তাদের আতœবিশ^াস অনেক বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি অনুশীলনে বেশ ঘাম ঝরিয়ে নিজেদের বেশ শানিয়ে নিয়েছে সাকিবরা।

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরমেন্স অনুযায়ী আজ বাংলাদেশ উৎরে যাবে সেটা বলাই যায়। কিন্তু সেখানে অনিশ্চয়তা দেখাচ্ছে পরিসংখ্যানের ভুত। সেটা হল, ভারতকে বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি খেলে একবারও জিততে পারেনি বাংলাদেশ।

তবে এ ব্যাপাওে অভয় দিয়েছেন বালাদেশের অল রাউন্ডার সাকিব-আল-হাসান। অতীতের বেদনার কালো ছায়া এবারের সম্ভাবনায় পড়তেই দিতে চান না তিনি। ফাইনাল ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যতটা রিল্যাক্স থাকা যায় এবং খোলা মনে থাকা যায়। টি-টোয়েন্টি ম্যাচে ভালো করার জন্য ফ্রি থাকাটা খুবই জরুরি। চাপ হিসেবে চিন্তা করলেই চাপ; আর না চিন্তা করলে চাপ না। আমি নিশ্চিত সবাই অনেক রিল্যাক্স আছে। বোরবারের ম্যাচ পর্যন্ত যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আশা করি, কেউ কোনো রকম চাপ নিবে না। শুধু খেলার দিকেই মনোযোগ দেবে এবং প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করবে।’

তবে, কোটি কোটি ক্রিকেটপ্রেমীর স্বপ্নের বিপরীতে মানসিকত দুর্বলতা থাকতে পারে সেটা অস্বীকার করছেন না সাকিব। আর সেটা দূর করার মন্ত্র তার কাছে ‘চাপমুক্ত থাকা।’

তিনি বলেন, ‘আমরা যদি ফাইনাল ম্যাচ মনে করি, মনে করি চাপের ম্যাচ। ভারতের বিপক্ষে খেলা, অনেক বড় ম্যাচ, তাহলে আসলে চাপ। এগুলো চিন্তা না করে, একটা দলের সঙ্গে প্রতিযোগিতা হবে, যারা ভালো করবে তারাই জিতবে। তাই সে দিকেই মনোযোগ রাখা উচিত। এর আগে কয়েকটা ফাইনাল খেলেছি। আমাদের জন্য এটি আরেকটি সুযোগ। ভারত যদিও খুব ভালো দল। যেভাবে খেলেছে, তাতে ওরাই ফেভারিট। ভালো ক্রিকেট খেলার লক্ষ্য থাকবে আমাদের। সবাই মুখিয়ে আছে ভালো করতে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads