• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত তামিম

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। এবারের ফরম্যাটটি ভিন্ন। ঠিক ১৯৯২ বিশ্বকাপের মতো। ১০টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে গ্রুপ পর্বে। মানে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে। প্রত্যেক দলের ম্যাচ ৯টি। লিগ পর্বের পর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল খেলবে সেমিফাইনাল। এরপর ফাইনাল।

এমন ফরম্যাট নিয়ে কথা হচ্ছে বেশ। তবে ইতিবাচক দিকই বেশি খুঁজছে সবাই। বাংলাদেশের হার্ড হিটার তামিম ইকবাল তো বেশ রোমাঞ্চিত। প্রত্যেক দলের সঙ্গে খেলার বিষয়টি ভালোই লাগছে তার। এ প্রসঙ্গে গতকাল মিরপুরে তামিম বলেন, ‘ব্যক্তিগতভাবে খুবই রোমাঞ্চিত। টুর্নামেন্টে সবার সঙ্গে খেলা, এটা ভালো সুযোগ। টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে একটা সহযোগী দেশও আছে। ফরম্যাট নিয়ে আমি রোমাঞ্চিত। এটা এমন ফরম্যাট, যেখানে শিরোপা জেতার জন্য কোনো দলকে পুরো টুর্নামেন্টে ভালো খেলতে হবে। প্রতিটি দলকে কঠোর পরিশ্রম করতে হবে। লম্বা সময় ধরে অনেক ম্যাচ জিততে হবে কোয়ালিফাই (শেষ চারে উঠতে) করতে। ফরম্যাটটা চ্যালেঞ্জিং হবে। আমি খেলতে উন্মুখ।’

তিনি আরো বলেন, ‘গ্রুপে এক-দুইটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করা সম্ভব। কিন্তু এখানে হয়তো ৫-৬টা ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের জন্য। লম্বা সময় ভালো খেলতে হবে। বিশ্বকাপে অবশ্যই আমরা ভালো করতে চাই। তার আগে যে সিরিজগুলো আছে সেখানে ভালো করার বিকল্প নেই।’

বাংলাদেশ দল এখনো হেড কোচহীন। বিসিবি ধীরে সুস্থে কোচ খুঁজছে, যা তামিমের পছন্দ হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে ভালো লাগছে যে তারা তাড়াহুড়ো করছে না। চাইলে হুট করে একজন নিয়েও আসতে পারত। তাড়াহুড়ো না করে যাকেই নিয়ে আসুক সময় নিয়ে করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যথার্থ কোচকে খুঁজতে সময় নিচ্ছে, এটা ভালো দিক। খেলোয়াড়রা সবাই মানসিকভাবে প্রস্তুত, তারা জানে যে ভিন্ন কন্ডিশনে বিশ্বকাপ খেলতে হবে। এখন যে কোচিং স্টাফ আছে তারা সেভাবেই এগোচ্ছে। বিদেশের মাটিতে কীভাবে আরো ভালো খেলতে পারি, তার পরিকল্পনা আছে।’

নিজের হাঁটুর ইনজুরি প্রসঙ্গে তামিম বলেন, ‘আজ প্রথম দৌড়ালাম। অনেক দিন ধরে রিহ্যাব চলছে। আজ রানিং সেশন শুরু হলো। চার-পাঁচটা রানিং সেশনের পর বুঝতে পারব। রানিংয়ের গতি যখন বাড়াব তখন বলতে পারব ব্যথা আছে কি নেই। আশা করি ১৩ তারিখ ক্যাম্প শুরুর আগে ফিট হয়ে যাব।’

লর্ডসে বিশ্ব একাদশের হয়ে খেলবেন তামিম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসানও। বিষয়টি গর্বের বলে মনে করছেন তামিম, ‘আমাদের সবার জন্য গর্বের ব্যাপার এটা। সাধারণত টিভিতে দেখেছি লর্ডসে বিশ্ব একাদশের খেলা হচ্ছে। এখন বাংলাদেশ থেকে দুজন সেখানে প্রতিনিধিত্ব করবে। বেশ বড় ব্যাপার। চেষ্টা থাকবে মনে রাখার মতো ভালো ম্যাচ খেলার।’

আইসিসির নতুন সূচিতে বাংলাদেশের সামনে অনেক ম্যাচ খেলার সুযোগ, যা ইতিবাচক হিসেবেই দেখছেন তামিম, ‘আগামী পাঁচ বছরে বাংলাদেশ যত ম্যাচ খেলবে তা গত ১০-১৫ বছরেও মনে হয় খেলা হয়নি। এটা ইতিবাচক দিক। সবাইকে কৃতিত্ব দেওয়া উচিত। খেলোয়াড়রা ভালো খেলেছে বলেই অনেক কিছু সম্ভব হয়। আগামী পাঁচ বছর দলের সঙ্গে থেকে বেশি ম্যাচ খেলার চেষ্টা করব। চেষ্টা করব যে সুযোগগুলো আসছে দুই হাতে লুফে নিতে। শুধু খেলার জন্য খেলা নয়, চেষ্টা করব ভালো খেলতে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads