• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

মুশফিকুর রহিম

ইন্টানের

ক্রিকেট

টি-টোয়েন্টিতে আফগানরা ভয়ঙ্কর : মুশফিক

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১১ মে ২০১৮

যারা পরিসংখ্যানের দিকে তাকাবে তারা একবাক্যে স্বীকার করবে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টোয়েন্টিতে বাংলাদেশ তুলনামূলকভাবে আফগানিস্তানের চেয়ে দুর্বল। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও সেটাই উল্লেখ করেন। সামনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ জুন থেকে শুরু হবে এই সিরিজ। আফগানদের বিপক্ষে এই সিরিজকে ‘কঠিন চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন মুশফিক।

গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে মুশফিক বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভয়ঙ্কর দল। আইপিএলেও তারা অসাধারণ বোলিং করছে। তাছাড়া ওদের বিপক্ষে আমরা আমাদের কন্ডিশনেও ম্যাচ হেরেছি। সবদিক থেকেই আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছি। নিদাহাস ট্রফিতে আমরা ভালো খেলেছি বলেই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারব।’

মোহাম্মদ নবীর পর আফগানদের আলোচিত খেলোয়াড় লেগ স্পিনার রশিদ খান। তিনি নবীকে ছাড়িয়ে ক্রিকেট-বিশ্বে নিজের শক্ত ভিত গড়েছেন। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টি-টোয়েন্টির শীর্ষ বোলারের তকমা গায়ে লাগিয়েছেন রশিদ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই আফগান।

রশিদের সঙ্গে নবী ও মুজিব মিলে তাদের বোলিং আক্রমণ আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এই তিন স্পিনের বিপক্ষেই আগামী মাসের শুরুতে মুখোমুখি হবেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মুশফিকের প্রশংসা কুড়াচ্ছেন তারা, ‘রশিদ খান তো বিশ্বমানের বোলার। তার বোলিংয়ের বিপক্ষে রান করা কঠিন।’

তবে এই স্পিনারদের মোকাবেলা করার সব প্রস্তুতিই সেরে নিচ্ছেন বাংলাদেশি উইকেটরক্ষক, ‘ওদের বোলিংয়ের বিপক্ষে ব্যক্তিগতভাবে আমি কিছু কাজ করছি। কোন শট খেললে স্কোর করতে পারব, তা নিয়ে কাজ করছি। দল হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিতে হবে। ক্যাম্প শুরু হলেই সামনের সিরিজ নিয়ে পরিকল্পনা করব।’

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে এই সিরিজ দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চমৎকার স্টেডিয়ামে খেলতে মুখিয়ে আছেন মুশফিক, ‘শুনেছি স্টেডিয়ামটা অনেক ভালো। মাঠ অনেক সুন্দর। ভারতের মাঠ বিশ্বমানের হয়। মাঠটির আন্তর্জাতিক অভিষেক হবে। আমরা চেষ্টা করব মাঠের অভিষেকে আমাদেরও যাতে ভালো কিছু হয়।’ তবে সেখানকার আবহাওয়া নিয়ে অবশ্য একটু চিন্তিত তিনি, ‘ওখানে গরমে হয়তো সমস্যা হতে পারে। যেহেতু শ্রীলঙ্কায় গিয়ে অনেক গরমে খেলেছি, তাই মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া দুটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ থাকছে। সব মিলিয়ে আশা করি কোনো সমস্যা হবে না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads