• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
যদি বাউন্ডারিটি পেতেন মুশফিক!

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

যদি বাউন্ডারিটি পেতেন মুশফিক!

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৮

প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে টি-টোয়েন্টি স্টাইলে খেলে দলের স্কোর বাড়াতে দারুণ ভূমিকা রাখেন তিনি। একই মাঠে দ্বিতীয় ম্যাচেও দলের ব্যাটিংয়ে শেষ মুহূর্তের কাণ্ডারি হয়ে ওঠেন ওই মুশফিকুর রহিম। তার ব্যাটের কানায় লেগে বল চলে গেল বাউন্ডারিতে। এরপরও রান পেলেন না তিনি। শুরুতে আম্পায়ার আউট দিয়ে দেওয়ার পর রিভিউতে তা বাতিল হলেও রানের ক্ষেত্রে নিয়মটিই এমন। ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ ৩ রানে হারার পর আবারো আলোচনায় উঠে এসেছে আইসিসির বিতর্কিত আইনটি।

গায়ানায় বৃহস্পতিবার সকালে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের রান তাড়ায় ৪৩তম ওভারের ঘটনা সেটি। দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ খেলেন মুশফিক। কিপারের পাশ দিয়ে ছুটে বল স্পর্শ করে সীমানা। কিন্তু বল প্যাডে লেগেছিল ভেবে ক্যারিবিয়ানদের আবেদনে সাড়া দিয়ে আগেই এলবিডব্লিউ আউট দিয়ে দেন আম্পায়ার। মুশফিক নেন রিভিউ। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল লেগেছিল ব্যাটের কানায়। বেঁচে যান মুশফিক। কিন্তু ওই চার রানও হারান।

রিভিউয়ের ক্ষেত্রে আইসিসির আইন বলছে, মাঠের আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউয়ে সেই সিদ্ধান্ত উল্টে গেলেও ওই বলে কোনো রান হবে না। আইনটি করার পেছনে যুক্তি ছিল, আম্পায়ার আউট দেওয়ার পরই যেহেতু সাধারণত বল ‘ডেড’ হয়ে যায় এবং ফিল্ডাররা বল ধরার দিকে আর নজর দেন না, কাজেই সেখানে রান দেওয়া হবে না।

নিয়মের খাঁড়ায় চার রান হারানো ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে তিন রানে। যদিও ওই চার রান না পেয়েও জয়টাকে প্রায় মুঠোয় পুরেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত পারেনি নিজেদেরই ব্যর্থতায়ই। তবে ব্যবধান মাত্র ৩ রান বলেই আবার আলোচনার খোরাক জোগাচ্ছে ওই আইন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads