• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
টাইগারদের জেতা ২২ ওয়ানডে সিরিজ

ওয়ানডে ক্রিকেটে এ যাবত ২২টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

টাইগারদের জেতা ২২ ওয়ানডে সিরিজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

বাংলাদেশ প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জেতে ২০০৫ সালে। সে ধারাবাহিকতায় ওয়ানডে ক্রিকেটে এ যাবত ২২টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। তামিম ইকবালের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহর অর্ধশতকে সবশেষ সিরিজ জিতল ক্যারিবিয়ান সফরে। বাংলার দামাল ছেলেদের এক দিনের সিরিজ জয়ের ইতিহাসে একটু ঢুঁ মেরে দেখা যাক।

২০০৫ সালে বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। তা ছিল দেশের মাটিতে। পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ ট্রফি ধরা দেয় ৩-২ ব্যবধানে।

২০০৬ সালে ঘরের মাটিতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে কেনিয়াকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এর পর একই বছর বিদেশের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। নাইরোবিতে কেনিয়াকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে লাল-সুবজ শিবির। একই বছর দেশের মাটিতে জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ওই বছরই ঘরের মাটিতে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে।

২০০৭ সালে জিম্বাবুয়ে সফরে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

২০০৮ সালে বাংলাদেশ সফরে এসে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

২০০৯ সালে বাংলাদেশ সফরকারী জিম্বাবুয়েকে হারায় ২-১ ব্যবধানে। একই বছর ক্যারিবিয়ান সফরে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিক দলকে। ওই বছরই জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। একই বছর বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে হেরে যায় ৪-১ ব্যবধানে।

২০১০ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ। একই বছর বাংলাদেশ সফরে এসে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হাতছাড়া করে ৩-১ ব্যবধানে।

২০১২ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জেতে ৩-২ ব্যবধানে।

২০১৩ সালে বাংলাদেশ সফরে এসে নিউজিল্যান্ড ফের বাংলাওয়াশের শিকার হয় ৩-০ ব্যবধানে।

২০১৪ সালে বাংলাদেশ সফরে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে।

২০১৫ সালে বাংলাদেশ সফরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। একই বছর বাংলাদেশ সফরে এসে ভারত হেরে যায় ২-১ ব্যবধানে। ওই বছর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে ধরাশায়ী করে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে হারে ৩-০ ব্যবধানে।

২০১৬ সালে বাংলাদেশের মাটিতে আফগানিস্তান হারে ২-১ ব্যবধানে।

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads