• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
ভালোর আশা কোহলির

অধিনায়ক বিরাট কোহলি

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ভালোর আশা কোহলির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০১৮

সবেমাত্র ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হয়েছে সফরকারী দল ভারত। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার বিষয়ে আশাবাদী ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিদেশের মাটিতে সব সময়ই হতাশাজনক পারফরম্যান্স করা ভারত এবারো ইংল্যান্ডে নিজেদের রেকর্ডের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারেনি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে ভারত। ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের কাছে ১১৮ রানে পরাজিত হয় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।

সিরিজে সর্বোচ্চ ৫৯৩ রান সংগ্রহকারী ভারতীয় অধিনায়ক কোহলি বলেন, ভারত বিভিন্ন সময়ে ইংল্যান্ডের ওপর ভারত চাপ সৃষ্টি করলেও প্রয়োজনীয় সময়ে সেটা কাজে লাগাতে পারেনি। তিনি বলেন, ‘ব্যাটিং কিংবা বোলিং কোনো দিক দিয়েই আমরা বেশি সময় সে চাপটা ধরে রাখতে পারিনি। যে কারণে তারা ওই সময়ে আমাদের চেয়ে সুযোগটা বেশি কাজে লাগিয়েছে।’

অনেক বিষয় বিবেচনায় আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারত ফেভারিট। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ থাকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়াই মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। এছাড়া অজিদের পেস আক্রমণের ফিটনেস নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।

দল নিয়ে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে নিজের আত্মবিশ্বাস সম্পর্কে জানতে চাইলে কোহলি বলেন, ‘দলের উন্নতি সঠিক পথেই আছে। পরিস্থিতি অনুকূলে থাকার সময়টা আমাদের বুঝতে হবে এবং সেই অবস্থাকে আরো সুদৃঢ় ও নিশ্চিত করতে প্রতিপক্ষ যাতে ঘুরে দাঁড়াতে না পারে তা সুনিশ্চিত করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে যা প্রায়ই হয়নি, অনুকূল পরিস্থিতি কাজে লাগানোর পরিবর্তে প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads