• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
‘তামিম, তুমি জিতেছ লাখো হূদয়’

তমিম ইকবাল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

‘তামিম, তুমি জিতেছ লাখো হূদয়’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৮

বাঁ হাতে ব্যান্ডেজ। দলের প্রয়োজনে তবু নামলেন ২২ গজের কমব্যাট জোনে। লাকমলের লাফিয়ে ওঠা বল রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকালেন। এরপর আর তাকে স্ট্রাইকে আসার সুযোগ দেননি মুশফিক। একাই চালিয়েছেন লঙ্কান বোলারদের ওপর খণ্ড তাণ্ডব। তবে তামিমের ওই একটি ডট বলই এখন তুমুল আলোচনায়। যেখানে ঝরে পড়ছে তামিমের বীরত্ব, আর দলের প্রতি অগাধ টান।

মুশফিকের হার না মানা ক্যারিয়ার সেরা ইনিংসও তামিম অধ্যায়ের কাছে যেন আড়াল হয়ে যাচ্ছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৭ রানের জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় তিনিই। তারপরও ৪ বলে অপরাজিত ২ রানের তামিমের ইনিংস জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। যার প্রশংসায় এখন গোটা বাংলাদেশ। আলোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বেও। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তামিম-বন্দনা।

টাইগার দলপতি মাশরাফিও মজেছেন তামিমে। সংবাদ সম্মেলনে কথা বলেছেন এ প্রসঙ্গে। আবার নিজের ভেরিফাইড ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছেন তামিমের বীরত্ব নিয়ে। যেখানে তিনি ইংরেজিতে লিখেছেন। বাংলায় করলে তা দাঁড়ায়- ‘বাঁ হাত ভেঙেছে, কিন্তু ডান হাতে তুমি জিতেছ লাখো হূদয়। ক্রিকেট স্রেফ একটি খেলা... কখনো কখনো তা নয় তামিম!’

সংবাদ সম্মেলনে তামিমের মাঠে নামা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সিদ্ধান্তটা তামিমের ছিল। তামিমই ভালো বলতে পারবে। আমি শুধু বলি, তামিমকে মনে রাখা উচিত এই ম্যাচের জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, তামিম সেই সময় ব্যাট করতে নামায় মুশফিকও আত্মবিশ্বাস পেয়েছে ওই ৩০-৩২ রান করার জন্য। তামিমকে নিয়ে বলার ভাষা নেই আমার। তামিমকে অভিনন্দন যে, সেই সময়ে ব্যাট করতে গিয়েছে।’

ব্যক্তিগত ফেসবুক পেজে পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল তামিম ভাই। স্যালুট জানাই আপনাকে। আমি গর্বিত, আমি বাঙালি।’ ম্যাচের শেষের দিকে মুশফিককে সঙ্গ দিতেই তামিমের মাঠে নামা। শেষ জুটি থেকে এসেছিল গুরুত্বপূর্ণ ৩২ রান। তামিম প্রসঙ্গে ভীষণ অবাক মুশফিকও, ‘তামিমকে ব্যাটিংয়ে আসতে দেখে খুব অবাক হয়েছিলাম। ওকে যখন ক্রিজে আসতে দেখলাম সেটা আমাকে তার জন্য, দেশের জন্য কিছু করার জন্য অনেক উজ্জীবিত করেছিল। এটা ওর দৃঢ়তা, দলের প্রতি, খেলার প্রতি ওর নিবেদন দেখিয়েছে। এটা দারুণ একটি ব্যাপার।’

তবে আফসোসও থাকছে বাংলাদেশ শিবিরে। কারণ হাতের ইনজুরির কারণে এশিয়া কাপের মিশন শেষ হয়ে গেছে তামিমের। মাঠের বাইরে থাকতে হবে অন্তত দুই থেকে তিন মাস, যা দলের জন্য বড় ধাক্কা। তবে মাশরাফি সামনের দিকেই তাকাচ্ছেন, ‘এ রকম হতেই পারে। তবে আমাদের যা আছে, তাই নিয়ে এগোতে চাই।’ আগামী ২০ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করবে আফগানিস্তানের। এই ম্যাচ জিতলেই সুপার ফোরে খেলা নিশ্চিত হবে টাইগারদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads