• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
আফগান লিগে তাসকিন

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ

সংগৃহীত ছবি

ক্রিকেট

আফগান লিগে তাসকিন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। তিনি খেলবেন কান্দাহার নাইটসের হয়ে। আরব আমিরাতের শারজায় এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে। বিসিবির অনাপত্তিপত্র পেলে এপিএল খেলতে তাসকিন রওনা দেবেন ৩ অক্টোবর। এই লিগে খেলার কথা রয়েছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও।

নিলামে প্রথম অবস্থায় দল পাননি তাসকিন। তবে পরে কান্দাহার ৩০ হাজার ডলারে (২৫ লাখ টাকা) নেন তাকে। টিমে তাসকিন সতীর্থ হিসেবে পাবেন ব্রেন্ডন ম্যাককালাম, ওয়াহাব রিয়াজ, আসগর আফগানদের মতো ক্রিকেটারদের।

প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তাসকিন। ফলে বেশ রোমাঞ্চিত তিনি। তিনি বলেছেন, ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। পারিশ্রমিকের চেয়ে আমার কাছে খেলাটা গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় অর্জন। এ ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে বড় খেলোয়াড়রা সাধারণত খেলে থাকে। খেলা হবে দুবাইয়ে। আশা করি অভিজ্ঞতা ভালো হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads