• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
সৌম্য-মুমিনুলের বিবর্ণ ব্যাটিং

১২ রানে ৩ উইকেট। দলের এমন মহাবিপর্যয়ে মোহাম্মদ মিঠুনের সঙ্গে হাল ধরেন মুশফিকুর রহিম। ১৪৪ রানের জুটি গড়ার পথে মুশফিকুর রহিমের দৃষ্টিনন্দন শট

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

সৌম্য-মুমিনুলের বিবর্ণ ব্যাটিং

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

ইমরুল পেরেছেন। তবে পারলেন না সৌম্য সরকার। অন্যদিকে দুই দফায় প্রাপ্ত সুযোগটা লুফে নিতে পারেননি মুমিনুল হকও। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল পাকিস্তানের বিরুদ্ধে বিবর্ণ ব্যাটিং সৌম্য ও মুমিনুলের। হলো না সুযোগের সদ্ব্যবহার।

হঠাৎ করেই এশিয়া কাপের মাঝপথে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিরুদ্ধে স্কোয়াডে শুধু ঠাঁই মিলেছিল ইমরুল কায়েসের। ছয় নম্বরে নেমেও ব্যাট হাতে তিনি ছিলেন উজ্জ্বল। এক বছর পর দলে ফিরে করেছিলেন ৭২ রানের অপরাজিত ইনিংস। মাহমুদউল্লাহর সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ১২৮ রানের রেকর্ড জুটিও। নাটকীয় ৩ রানের সেই জয়ের ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন সৌম্য সরকার। তবে ওই ম্যাচের স্কোয়াডে ছিলেন না মুমিনুল হক।

পাকিস্তানের বিরুদ্ধে গতকালের ম্যাচে আঙুলের ব্যথার কারণে ছিলেন না সাকিব আল হাসান। এই সুযোগে দলে জায়গা পান মুমিনুল হক। অন্যদিকে ওপেনার নাজমুল হোসেন শান্তর জায়গায় ওপেন করতে নামেন সৌম্য সরকার। কিন্তু বিধিবাম, দুজনই হাঁটলেন উল্টো পথে, বাংলাদেশকে বিপদের মধ্যে রেখে।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং ওপেন করতে লিটন দাসের সঙ্গী হন সৌম্য সরকার। ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন দীর্ঘ এক বছর পর ওয়ানডে দলে ফেরা সৌম্যকে নিয়ে। যাতে ভালো একটা জুটি দেখা যায় শুরুতেই। কিন্তু এই সুযোগ হেলায় হারালেন সৌম্য। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। জুনায়েদ খানের লাফিয়ে ওঠা বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিলেন আকাশে। আর তা তালুবন্দি করলেন ফকর জামান। বিষাদ মনে সাজঘরে ফেরেন সৌম্য। ওয়ানডেতে টানা পাঁচ ম্যাচে পাঁচের নিচে রান সৌম্যর। ভয়ানক অফ ফর্মে বাঁ হাতি ওপেনার।

সৌম্যর বিদায়ের পর ওয়ান ডাউনে নামেন মুমিনুল হক। দারুণ এক ক্লাসিক্যাল শটে চার হাঁকানো মুমিনুল আভাস দিচ্ছিলেন ভালো কিছুর। কিন্তু বাউন্ডারি হাঁকানোর পরের বলেই এমনভাবে শাহীন আফ্রিদির বলে বোল্ড হবেন মুমিনুল তা ভাবেনি কেউ। বল কিছুটা ইনসুইং করেছিল। ব্যাটে জমেনি। কোমর ঘেঁষে স্টাম্প উপড়ে ফেলল বল। ৪ বলে মাত্র ৫ রান সংগ্রহ মুমিনুল হাঁটা শুরু করলেন প্যাভিলিয়নের দিকে। গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অনেক দিন পর স্কোয়াডে ফিরেছিলেন মুমিনুল। সে ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ৯ রান। এবার স্কোরটা আরো নিচে।

প্রাপ্ত সুযোগ মুমিনুল ও সৌম্য কাজে লাগাতে পারেননি। তবে শুরু থেকে এশিয়া কাপ খেলে আসা লিটন দাসও আহামরি কিছু করে দেখাতে পারছেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয়ের ম্যাচে শূন্য রানে বিদায় নিয়েছিলেন তিনি। এর পরের দুই ম্যাচে রান যথাক্রমে ৬ ও ৭। আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে অবশ্য করতে পেরেছিলেন ৪১। কিন্তু গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আবারো পুরনো ভূত যেন চেপে বসে মাথায়। ১৬ বল খেললেও রান করতে পেরেছেন মাত্র ৬। জুনায়েদ খানের বলে অফ স্টাম্প উড়ে যায় বোল্ট গতিতে। সম্পূর্ণ পরাস্ত লিটন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads