• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি : মাশরাফি

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি : মাশরাফি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

প্রত্যাশার পাহাড় নিয়ে এশিয়া কাপে গেছে বাংলাদেশে। কিন্তু যাত্রাটা মোটেও সহজ ছিলো না। একের পর এক ইনজুরিতে একাদশে পরিবর্তন এসেছে কয়েকবারই।

আঙুলের চোটের কারণে সাকিবের খেলা নিয়ে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত পুরোপুরি ফিট না হয়েও মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার। চোট ছিল তামিম ইকবাল, মুশফিকেরও। মুশফিক খেলে গেলেও তামিমকে দেশে ফিরতে হয় প্রথম ম্যাচের পরই। আর সাকিবের আঙুলের অবস্থা এতটাই ভয়াবহ যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারেননি। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে নিজেদের সেরাটা দিয়েই ফাইনালে পৌছেছে বাংলাদেশ দল। 

আগামীকাল শুক্রবার দুবাইয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে বসেছিলেন অধিনায়ক মাশরাফি। সেখানেই পাকিস্তানের ম্যাচ ও ফাইনালের কিছু পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশের ‘বডি ল্যাংগুয়েজ’ই গড়ে দিয়েছে ব্যবধান। ‘ক্যাপ্টেন’ মাশরাফি মনে করেন সেখানে ঘুরে গেছে ম্যাচ। তারপরও ব্যাটিংয়ে ভালো শুরু করাটা নিয়ে প্রশ্নটাই ঘুরে ফিরে এলো। মাশরাফি সাংবাদিকদের বললেন, ‘সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত থাকতে বললাম আর কি।’

পাকিস্তানের বিপক্ষে গতকাল বুধবারই দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ৩৭ রানে হারিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশের করা ২৩৯ রানের জবাবে প্রতিপক্ষের ইনিংস থেমে যায় ২০২ রানে।

ফাইনালে ইনজুরির কারণে থাকছেন না তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘সেরা দুজনকে ছাড়া এ পর্যন্ত আসা আমি মনে করি বড় অর্জন। ছেলেরা গর্ববোধ করতে পারে। তবে আমি এখনো মনে করি এখনো একটা ম্যাচ আছে তারা তাদের বেস্টটা দিতে পারলে একটা ভালো ম্যাচ হবে।’

ওপেনিং নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমরা নিজেরাও সারপ্রাইজড হয়েছি, আপনাদেরও সারপ্রাইজ করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন খেলোয়াড়.. যাই হোক পরিস্থিতির শিকার হয়ে এটা হয়েছে। কালকেও এমন কাউকে দেখতে পারেন যে কখনো ওপেনিং করেইনি। এমনো হতে পারে।’

ভারতের বিরুদ্ধে পরিকল্পনা নিয়ে মাশরাফি বলেন, ‘ভারতের যে ব্যাটিং শক্তি, ২৬০-২৭০ হলে ফাইট করার মতো রান হবে। জেতার স্কোর আমি বলছি না, ২৬০-২৭০ হলে ফাইট করার সুযোগ থাকবে। আর যদি আগে বোলিং করি সেক্ষেত্রে আসলে চাইব যত কম হোক। বিশেষ করে টপ অর্ডার নিয়ে আমরা কনফিউজড। আসলে ভালো স্টার্টটা খুব জরুরি, বোলিং করি আর ব্যাটিং করি। ভালো স্টার্ট হলে নিজেদের ব্রেনটাও খুলবে, বোঝা যাবে কোন পর্যন্ত গেলে সুবিধা হবে।’

সাকিব প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘কাল যখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খেলছিল তখনই সাকিব রওনা দেন ঢাকার উদ্দেশ্যে।আফগানিস্তানের সঙ্গে ম্যাচের পরই জানা যায়, চোটের কারণে সাকিবের এই এশিয়া কাপ খেলা আর হচ্ছে না।

ভারতের সঙ্গে সাকিব নেই। স্পিনার কি আরেকজন দলে ঢুকবে কি না জানতে চাইলে মাশরাফি বলেন, ‘সাকিব থাকলে তো চিন্তার কোনো বিষয়ই ছিল না। কিন্তু সাকিব নেই, এটা চিন্তার বিষয়। আমরা চেষ্টা করছি কীভাবে কী করা যায়।’

মাশরাফি সাংবাদিকদের জানান, পাকিস্তানের বিপক্ষে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন দেন। মাশরাফি আরো জানান, প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন। তিনি সামনে আরো ভালো করার জন্য চেষ্টা করতে বলেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads