• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ফাইনাল। আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সপ্তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে ভারত। আর এই নিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে পা রেখেছে টাইগাররা। আজকের ম্যাচ জিতলেই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেটের শিরোপা জেতার স্বাদ পাবে বাংলাদেশ।

ফাইনালের বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে একটি। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হকের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সেদিন দুই অনিয়মিত বোলার মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে দিয়ে ১৫ ওভার বোলিং করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ভারতের বিপক্ষে আজ পাঁচ বিশেষজ্ঞ বোলার পাচ্ছেন অধিনায়ক।

বাংলাদেশ একাদশ:

মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন। 

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, যজুবেন্দ্র চাহাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads