• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজ

বাংলাদেশের কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান

সংগৃহীত ছবি

ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

গেল এশিয়া কাপে বল হাতে বেশ জ্বলজ্বলে ছিলেন বাংলাদেশের কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। ১০ উইকেট নিয়ে সবার ওপরে। তবে যৌথভাবে আরো দুজন ছিলেন। তারা হলেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদব। বল হাতে দারুণ চমকের পুরস্কারটা মোস্তাফিজ পেলেন হাতেনাতে। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে দ্য ফিজ। উঠে এসেছেন প্রথমবারের মতো ১২তম স্থানে।

মোস্তাফিজ যখন র্যাঙ্কিংয়ের সুখবর শুনছেন, উল্টোটা সাকিবের ক্ষেত্রে। হাতের ব্যথায় কাতর সাকিব তখন হাসপাতালে। সেখানেই শুনেছেন ওয়ানডের অলরাউন্ডারের শীর্ষস্থানে তিনি নেই। ব্যাট-বলের পারদর্শিতায় সাকিবের জায়গা দখল করেছেন আফগান স্পিনার রশিদ খান। তার মানে, অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব নেমে গেছেন দুইয়ে। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে রশিদ দেখালেন এই কৃতিত্ব।

ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে মোস্তাফিজ অর্জন করেছেন ক্যারিয়ার সেরা ৬৫১ রেটিং পয়েন্টে। এক নম্বরে রয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ (৭৯৭ রেটিং পয়েন্ট)। দুইয়ে আফগানিস্তানের রশিদ খান। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ভালো করতে পারলেই বোলারদের তালিকায় প্রথমবারের মতো সেরা দশে নাম লেখাতে পারবেন মোস্তাফিজ। অন্যদিকে প্রকাশিত র্যাঙ্কিংয়ের তালিকায় বাংলাদেশ ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা রয়েছেন ২৭ নম্বরে। ২৯ নম্বরে সাকিব আল হাসান। এশিয়া কাপে দারুণ বোলিং করা রুবেল হোসেন আছেন ৪২ নম্বরে।

৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে এক লাফে অলরাউন্ডারের শীর্ষস্থান দখল করেছেন রশিদ খান। বল হাতে ১০ উইকেট, সঙ্গে ৪৩ গড়ে রান। দুইয়ে নামা সাকিবের রেটিং পয়েন্ট ৩৪২। তিন নম্বরে রয়েছেন রশিদের আফগান সতীর্থ মোহাম্মদ নবী।

অন্যদিকে ওয়ানডের ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুইয়ে উঠে এসেছেন এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা। চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের তামিম ইকবাল ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আছেন ১৪ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। সেরা বিশে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ২৯ নম্বরে আছেন সাকিব। আরেক ব্যাটিং ভরসা মাহমুদউল্লাহ ৪০ নম্বরে। ভারতের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস দিয়েছেন লম্বা লাফ। ১০৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১৬ নম্বরে।

ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেও সাকিব ধরে রেখেছেন টেস্টের কীর্তি। তবে টি-টোয়েন্টিতে এই ক্যাটাগরিতে সাকিবের অবস্থান তৃতীয়। সবার ওপরে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দুইয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads