• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বাংলাদেশের কাছে ৩ উইকেটে হারল পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

সংরক্ষিত ছবি

ক্রিকেট

বাংলাদেশের কাছে ৩ উইকেটে হারল পাকিস্তান

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০১৮

ব্যবধান পাঁচ দিন। এর মধ্যে তিন তিনবার পরাজয়ের তিক্ত স্বাদ নিল পাকিস্তান। দুইবার ক্রিকেট, একবার ফুটবলে। গত ২৬ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল মাশরাফি বাহিনী। পরশু ভুটানে পাকিস্তানকে ১৭ গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের সেমিতে পা রাখে বাংলার কিশোরী ফুটবলাররা। গতকাল আবার আলোচনায় সেই পাকিস্তান। এবার ঘরের মাঠে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে। যেখানে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রেখেছে বাংলার যুবারা। মজার বিষয় হলো, আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মহিলা টিমের বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ।

যুব এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে শুরুটা বাজে হয়েছিল বাংলার যুবাদের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে গতকাল পাকিস্তানের বিরুদ্ধে জয়ের কোনো বিকল্প ছিল না। শেষ পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে জয় নিয়েই মাঠ ছেড়েছে তৌহিদ হূদয় শিবির। তাও ১৬ বল হাতে রেখে।

টস জিতে আগে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। জুনিয়র টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৫.২ ওভারে ১৮৭ রানে অলআউট পাকিস্তান। জবাবে ৪৭.২ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরুতে বিপর্যয়ের মধ্যে পড়েছিল বাংলাদেশ। ৪২ রানের মধ্যে হারায় তিন উইকেট। তবে চতুর্থ উইকেট জুটিতে প্রান্তিক নওরোজ নাবিল ও শামিম হাসানের ব্যাটিং দৃঢ়তা জয়ের শক্ত ভিত গড়ে দেয় বাংলাদেশকে। এই জুটি দলকে টেনে নিয়ে যায় ১৩৯ রান পর্যন্ত। ৫৮ রান করে সাজঘরে ফেরেন প্রান্তিক। জয়ের খুব কাছাকাছি গিয়ে পড়ে আরো তিন উইকেট। তবে আকবর আলী ও অভিষেক দাসের অবিচ্ছিন্ন জুটি দলকে জিতিয়েই মাঠ ছাড়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন শামিম হাসান। যদিও আঘাত পেয়ে তাকে অবসরে যেতে হয়েছিল। এছাড়া সাজিদ হোসেন ২১, আকবর আলী ১৭ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৬৭ রান করেন ওয়াকার আহমেদ। ৪৯ রানে রানআউট সায়াম আইয়ুব। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ইসলাম দুটি, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, রাকিবুল হাসান একটি করে উইকেট লাভ করেন।

আজ বি গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য ম্যাচে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা। দুই জয়ে শ্রীলঙ্কার পয়েন্ট চার। এক জয়ে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান দুই। আজ হংকংকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে চার। সে ক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে গেলে লঙ্কানদের সঙ্গে সেমিতে চলে যাবে বাংলাদেশ। আর পাকিস্তান জিতলে তিন দলের পয়েন্ট হবে ৪। তখন রান রেটের হিসাবে নির্ধারিত হবে বি গ্রুপ থেকে কোন দুটি দল যাবে সেমিতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads