• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

খাদিজাতুল কোবরা

সংগৃহীত ছবি

ক্রিকেট

পাকিস্তানকে উড়িয়ে দিল সালমারা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছেন সালমা-রুমানারা। তবে একমাত্র ওয়ানডেতে ঘুরে দাঁড়িছেন তারা। সফরকারী পাকিস্তানকে একমাত্র ওয়ানডে ম্যাচে উড়িয়ে দিলেন তারা। পাকিস্তান নারী দলকে ৬ উইকেটে হারিয়েছেন লাল সবুজ জার্সিধারীরা।

আজ সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনু্ষ্ঠিত একমাত্র ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক জাভেরিয়া খান।

টপ অর্ডাররা শুভ সূচনা করলেও খাদিজার বোলিং ঘুর্ণীতে আসা যাওয়া ব্যস্ত হয়ে পড়েন সফরকারী দলের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত মাত্র ৯৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান দল। নারীদের আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম বারের মতো খেলতে নেমেছিলেন খাদিজা। প্রথম বাংলাদেশি হিসেবে ৬ উইকেট তুলে নেন ২৩ বছর বয়সী এই বোলার।

৯৫ রানের টার্গেটে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন আয়েশা রহমান। খানিক পর রানআউটে কাটা পড়ে বিদায় নেন আরেক ওপেনার শারমিন আক্তার। সালমারা টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচে ৯০ রান করতে না পারায় তখন এ রানও অসম্ভব মনে হয়!

তবে তা সহজ করে দেন ফারজানা হক ও রুমানা আহমেদ। তৃতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক রুমানা। কিছুক্ষণ পরে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক সেট ব্যাটসম্যান ফারজানা। তিনি থামেন হাফসেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে।

হঠাৎ ২ উইকেট হারালেও পথ হারায়নি বাংলাদেশ। কারণ তখন জয় ছিল অল্প দূরত্বে। বাকি কাজটুকু সারেন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। ৬ উইকেট ও ২১ ওভার হাতে রেখেই জয় পায় রুমানা বাহিনী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads