• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
১৩ মিনিটেই চার গোল

গোলের পর আনন্দে নেইমারের কোলে এমবাপে

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

১৩ মিনিটেই চার গোল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৮

দারুণ এক ম্যাচ, দারুণ এক ফলাফল। লিগ ওয়ানের এক ম্যাচে লিঁওর বিপক্ষে দশজনের দল নিয়ে প্রথমার্ধ ১-০ গোলে শেষ করেছিল পিএসজি। অবশ্য প্রথমার্ধে লিঁও দলও দশজনের দলে পরিণত হয়। পরের অর্ধে লিঁওর রক্ষণে একাই ত্রাস ছড়িয়েছেন পিএসজির বিশ্বকাপজয়ী তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তার হ্যাটট্রিকসহ চার গোলে লিঁওকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে পিএসজি।

খেলার শুরুর নবম মিনিটে পিএসজিকে লিড এনে দেন নেইমার। পেনাল্টি কিক থেকে দলকে এগিয়ে নেওয়ার পর ৩২ মিনিটে নাটকীয় মোড় নিয়েছিল ম্যাচ। প্রতিপক্ষের এনদোম্বেলেকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির কিমপেম্বে। শুরুর ঘটনায় রেফারি হলুদ কার্ড দিয়েছিলেন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সুবাদে তা রূপ নেয় লাল কার্ডে। এমন অঘটনে ১০ জনের দলে রূপ নিলে আপাতদৃষ্টিতে আক্রমণে ধার কমে আসে পিএসজির। প্রতিপক্ষ লিঁওর ক্ষেত্রেও ঘটে এমন অঘটন। এই অর্ধের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তুসা।

তবে দ্বিতীয়ার্ধের পরই আচমকা আগ্রাসী রূপে নিজেদের মেলে ধরে পিএসজি। আক্রমণের সব রসদ জমিয়ে রেখেছিলেন পিএসজি ফরোয়ার্ড এমবাপে। গুনে গুনে ১৩ মিনিটে চারবার জাল কাঁপান প্রতিপক্ষের। তার ক্ষিপ্রগতির কাছে পাত্তা পায়নি লিঁওর রক্ষণভাগ। সেই সুযোগে গোল করেছেন ৬১, ৬৬, ৬৯ ও ৭৪ মিনিটে।

এই জয়ের পর ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ১৯ পয়েন্ট নিয়ে পরেই আছে লিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads