• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
সিরিজ জয়ের প্রত্যাশায় আজ মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

সিরিজ জয়ের প্রত্যাশায় আজ মাঠে নামবে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই আজ বুধবার চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে বাংলাদেশের

চাওয়া, এক ম্যাচ হাতে রেখে আজই সিরিজ নিশ্চিত করা। আর প্রতিপক্ষ দলের টার্গেট, জয়ে সিরিজ লাভের আশা বাঁচিয়ে রাখা। চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের ৭১তম ওয়ানডে লড়াই। এর আগে ৭০টি ম্যাচে বাংলাদেশ ৪২টি এবং জিম্বাবুয়ে ২৮টিতে জয়লাভ করেছে।

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২৮ রানে জিতেছে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে একই বিমানে বন্দরনগরী চট্টগ্রামে পা রাখে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।  গতকাল মঙ্গলবার অনুশীলন করে দুই দল। আগামী শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গতকাল থেকেই ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়েছে। অবিক্রীত থাকলে আজ ম্যাচের দিনও স্টেডিয়ামে পাওয়া যাবে টিকেট।

ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরে এলেও জিম্বাবুয়ে থেকে যাবে চট্টগ্রামে। সেখানে ২৯ অক্টোবর থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা, যে ম্যাচে টেইলর-মাসাকাদজাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। চট্টগ্রাম থেকেই সিলেটে যাবে জিম্বাবুয়ে। ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হবে নয়নাভিরাম স্টেডিয়ামটির। ১১ নভেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads