• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
রংপুর রাইডার্সের সঙ্গে এবারো রেডিও ৭১

চুক্তি স্বাক্ষর শেষে করমর্দন করছেন সায়ওয়ান সোবহান ও রিয়াজ রহমান

ছবি : নাভেদ ইশতিয়াক তরু

ক্রিকেট

রংপুর রাইডার্সের সঙ্গে এবারো রেডিও ৭১

  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

গোলাম কিবরিয়া

বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের সঙ্গে ছিল রেডিও ৭১। তারই রেশ ধরে এবারো চ্যাম্পিয়ন রংপুরের সঙ্গে নতুন করে চুক্তি করেছে রেডিও ৭১ ও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। আজ রোববার বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, পরিচালক মোস্তফা আজাদ মহীউদ্দীন, রেডিও ৭১-এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ রহমানসহ দলটির কর্মকর্তাবৃন্দ।

আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে এবারের বিপিএলের জমজমাট আসর। এ টুর্নামেন্টে রংপুরকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটির চেয়ারম্যান মোস্তফা আজাদ মহীউদ্দীন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভাল খেলা উপহার দেওয়ার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আমাদের দল এবার বেশ শক্তিশালী। ম্যাচে সেরা পারফরমেন্স উপহার দেওয়ার ব্যাপারে আমাদের দল শতভাগ প্রস্তুত। আশাকরি, আমাদের দল সেটা প্রমান করে দেখাবে। তিনি আরো বলেন, ‘এবারো আমরা মাশরাফিকে অধিনায়ক হিসেবে পেয়ে গর্বিত এবং দর্শকদের ভালবাসা আমাদের জয়ের লড়াইয়ের স্লোগানকে এগিয়ে নিয়ে যাবে।.ধন্যবাদ জানাই রেডিও ৭১-কে আমাদের সঙ্গে থাকার জন্য’।

দলটির ব্যবস্থাপনা পরিচালক সায়ওয়ান সোবহান বলেন, ‘জয়ের লড়াই-স্লোগান সামনে রেখে আমারা এগিয়ে চলেছি। আমরা কৃতজ্ঞ রেডিও ৭১ এর প্রতি’।

অন্যদিকে রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ গর্বিত রেডিও ৭১-এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ রহমান। তিনি বলেন, ‘গত বছরের মত এবারো রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি, এবারো ভাল খেলা উপহার দিয়ে রংপুর রাইডার্স দর্শকদের মন জয় করবে’।

চুক্তি স্বাক্ষর শেষে উভয় পক্ষ দেশের বৃহত্তম ক্রীড়া আসরে একত্রে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

গতবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। ব্যাট হাতে শিরোপা জয়ের মূল কাণ্ডারি ছিলেন ক্যারিবীয় ব্যাটিং সুপারস্টার ক্রিস গেইল। এবারো তিনি খেলবেন রংপুরের হয়ে। নতুন যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার আরেক মারকুটে ওপেনার এবি ডি ভিলিয়ার্স। আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলসও। সব মিলিয়ে রংপুরের এবারের দলটিও বেশ নজরকাড়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads