• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
মাঠে ঢুকে পড়ল দর্শক

ছবি : সংগৃহীত

ক্রিকেট

মাঠে ঢুকে পড়ল দর্শক

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৮

হতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্ট। হতে পারে দর্শকদের উৎসাহ খানিক বেশি। কিন্তু এটা তো আইসিসি অনুমোদিত টেস্ট ম্যাচ। এখানে নিরাপত্তাসহ কিছু নিয়মকানুন মেনে চলতেই হবে। যারা নিরাপত্তার দায়িত্বে, তাদের অবহেলার কারণে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই (বিসিসি)। অভিষেক টেস্টেই সিলেট ভেন্যুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

শনিবার বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়ে সিলেটে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই সিলেটবাসীর উচ্ছ্বাসের শেষ নেই। তবে এর মাত্রা ছাড়িয়ে যাওয়ায় একের পর এক ঘটনার জন্ম হচ্ছে। দৃষ্টিনন্দন স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে প্রথম দিনের মতো গতকাল তৃতীয় দিনও ঘটেছে একই ঘটনা। বিধিনিষেধ না মেনে মাঠে দর্শক ঢুকে যাওয়ায় সিলেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা উঠছে। দিনের ৪২তম ওভারের শেষ বলে পিটার মুরের উইকেট নিয়ে বাংলাদেশ দল যখন উল্লাস করছে, তখনই ঘটনার সূত্রপাত। তাইজুলকে ঘিরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ দলকে লক্ষ্য করে হঠাৎ এক যুবক পূর্ব গ্যালারির গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। যদিও শেষ পর্যন্ত কোনো ক্রিকেটারের কাছে পৌঁছাতে পারেনি। নিরাপত্তারক্ষীরা দৌড়ে এসে ছেলেটিকে জাপটে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এরপর তুলে দেন পুলিশের হাতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads