• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
প্রথম টি-টোয়েন্টি জিতল ভারত

সংগৃহীত ছবি

ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টি জিতল ভারত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৮

সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজকে কম রানে আটকে রেখেও ভারতকে জিততে বেশ বেগ পেতে হলো। দ্রুত উইকেট পতনে ১১০ রানের সহজ লক্ষ্য ৫ উইকেট হারিয়ে জিততে হয়েছে ভারতকে। খেলতে হয়েছে ১৮তম ওভার পর্যন্ত। ভারতের জয়ে মূল অবদান রেখেছেন দিনেশ কার্তিক। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

ইডেনে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কুলদীপ যাদব।

১১০ রানের লক্ষ্য নিয়ে নেমে প্রথমেই হোঁচট খায় ভারত। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। এদিন ১২ রান করতে পারলেই বিরাট কোহলিকে ডিঙিয়ে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতেন। তা আর হয়নি। কোহলির পর শিখর ধাওয়ান, লোকেশ রাহুল এবং ঋষভ পান্থের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এ অবস্থায় ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন মনীষ পাণ্ডে ও দিনেশ কার্তিক। পাণ্ডে আউট হয়ে গেলে কুনাল পাণ্ডেকে সঙ্গে নিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন দিনেশ কার্তিক। অপরাজিত ৩১ রান করেন তিনি। ২১ রানে অপরাজিত থাকেন কুনাল। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতে ভারত ম্যাচ জিতেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads